দক্ষিণবঙ্গ

বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বুধবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। দিনটি উপলক্ষ্যে শাসক দলের তরফে তিন জায়গাতেই সকাল থেকে নানা কর্মসূচি নেওয়া হয়। 
এদিন সকালে বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে দিনটি পালন করা হয়। সেখানে জেলা তৃণমূল সভাপতি তথা বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী দলের পতাকা উত্তোলন করেন। পরে অরূপবাবুরা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে রোগীদের মধ্যে ফল বিলি করা হয়। ওই কর্মসূচিতে সাংসদের পাশাপাশি দলের জেলা চেয়ারম্যান তথা বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার, জেলা যুব তৃণমূল সভাপতি রাজীব দে প্রমুখ উপস্থিত ছিলেন। যুব তৃণমূলের তরফেও রোগীদের ফল বিলি সহ অন্যান্য কর্মসূচি নেওয়া হয়। অরূপবাবু বলেন, আমাদের সাংগঠনিক জেলায় যথোচিত মর্যাদায় দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে এদিন থেকে কর্মীরা নতুন লড়াইয়ে নামার শপথ নিয়েছেন।      
বাঁকুড়ার পাশাপাশি এদিন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতেও দিনটি পালন করা হয়। বড়জোড়ায় এই উপলক্ষ্যে শাসক দলের তরফে একাধিক সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। সেখানে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অলোকবাবু বলেন, এদিন আমরা দুঃস্থদের শীতবস্ত্র ও বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রোগীদের টিফিন দিয়েছি।  
মঙ্গলবার মধ্যরাতে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করল পুরুলিয়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। রাত ১২টা নাগাদ দেশবন্ধু রোডের জেলা তৃণমূল কার্যালয়ে দলের পতাকা উত্তোলন করেন দলীয় নেতারা। ওই কর্মসূচিতে ছিলেন পুরুলিয়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নীলাঞ্জনা পট্টনায়েক, পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি প্রমুখ। এদিন সকালেও জেলার প্রতিটি ব্লকেই মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠা দিবস পালন করেন তৃণমূল নেতাকর্মীরা। মানবাজারের কাদলাগোড়া এলাকায় পতাকা উত্তোলন করেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সন্ধ্যারানি টুডু।
আরামবাগ মহকুমাতেও সাড়ম্বরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। মহকুমার বুথে বুথে দলীয় পতাকা উত্তোলন সহ নানা কর্মসূচি নেওয়া হয়। আরামবাগের ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটি কার্যালয় উদ্বোধন করা হয়। এছাড়াও ৬ নম্বর ওয়ার্ড পার্টি অফিসে বিশেষ চাহিদা সম্পন্নদের ট্রাই সাইকেল দেওয়া হয়। শান্তির বার্তা দিতে সেখানে তৃণমূল নেতৃত্ব সাদা পায়রা উড়িয়েছেন। এদিনের পৃথক কর্মসূচিগুলিতে আরামবাগের সাংসদ মিতালি বাগ, দলের চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
 (পতাকা উত্তোলন করছেন সাংসদ অরূপ চক্রবর্তী।)
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা