দক্ষিণবঙ্গ

দাসপুর ১ ব্লকের রাজনগরে বাঁধ ভেঙে মাঠের জল মিশছে নদীতে, বিপজ্জনক অবস্থায় বাড়ি

সংবাদদাতা, ঘাটাল: বাঁধ ভেঙে মাঠের জল নদীতে নামতে শুরু করায় বিপত্তি দেখা দিয়েছে দাসপুর-১ ব্লকের রাজনগরে। জলের স্রোতে একটি পাকা বাড়ি যেকোনও সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাজনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চিন্ময় চক্রবর্তী বলেন, ‘রবিবার ওই বাঁধটি ভেঙে মাঠের জল হু-হু করে শিলাবতী নদীতে গিয়ে মিশছে। বিষয়টি নিয়ে আমরাও খুব উদ্বেগে রয়েছি। যেকোনও সময় একটি বসতবাড়ি ভেঙে পড়তে পারে। আমরা পরিবারের সবাইকে নিরাপদ স্থানে উদ্ধার করে রাখার ব্যবস্থা করেছি। সেই সঙ্গে সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখছি।’
সেপ্টেম্বর মাসের প্রবল বৃষ্টিতে রাজনগর এলাকায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজনগরের কালসাবার এলাকার বাঁধটি কয়েক বছর আগেই ভেঙে গিয়েছিল। 
তবে তা ঠিকমতো সংস্কার করা হয়নি বলে অভিযোগ। এবারের বন্যার সময়ও ওই ভাঙা অংশ দিয়ে জনপদে নদীর জল প্রবেশ করেছে। 
বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ওই এলাকার বাঁধটিকে সাময়িকভাবে সংস্কার করা হয়। বর্তমানে নদীর জল অনেকটাই কমে গিয়েছে। ফলে মাঠের দিকের জলস্তরের উচ্চতা নদীর জলস্তর থেকে অনেকটাই বেশি রয়েছে। উপপ্রধান জানান, সেই জলের চাপ নিতে না পারার জন্য বাঁধটি রবিবার ভেঙে যায়। ফলে তীব্র গতিতে মাঠের জমা থাকা জল নদীতে মিশতে শুরু করেছে।
ওই বাঁধের পাশেই রয়েছে বাপি দোলই নামে এক ব্যক্তির পাকা বাড়ি। তিনি জানান, জলের স্রোতের তীব্রতায় বাড়ির ভিতের মাটি ধুয়ে গিয়েছে। বাড়ির একাংশ ঝুলতে শুরু করে দিয়েছে। যে কোনও সময়েই বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। ওই বাড়ি ছাড়া তাঁদের আর কোনও বিকল্প আশ্রয় নেই। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮৮ টাকা৮৬.৬২ টাকা
পাউন্ড১০৫.৬৩ টাকা১০৯.৩৮ টাকা
ইউরো৮৭.২৯ টাকা৯০.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা