খেলা

বল হাতে ‘ট্রিপল সেঞ্চুরি’, উচ্ছ্বসিত রবীন্দ্র জাদেজা

কানপুর: ফিরতি ক্যাচটা তালুবন্দি করার পর উচ্ছ্বাসে ফেটে পড়লেন তিনি। দেখে মনে হচ্ছিল, অনন্য এই কীর্তির স্বাদ পেতে সংকল্পবদ্ধ ছিলেন রবীন্দ্র জাদেজা। টেস্টে বল হাতে ‘ট্রিপল সেঞ্চুরি’ অর্থাৎ ৩০০ উইকেট, চতুর্থ দ্রুততম ভারতীয় বোলার হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করলেন জাড্ডু। তাঁর লাগল ৭৪টি ম্যাচ। তালিকায় আগে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (৫৪ টেস্ট), অনিল কুম্বলে (৬৪ টেস্ট) ও হরভজন সিং (৭২ টেস্ট)। তবে তিনশো ক্লাবের সদস্য সংখ্যা কম নয়। কপিল দেব, ইশান্ত শর্মা ও জাহির খানও রয়েছেন তালিকায়। সেই সরণিতে জায়গা পেয়ে আবেগাপ্লুত জাদেজা বললেন, ‘দশ বছরের বেশি সময় ধরে টেস্ট খেলছি। অবশেষে মাইলস্টোন স্পর্শ করলাম। দেশের জার্সিতে এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। দলের জন্য ভালো পারফর্ম করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’
প্রায় এক দশক লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের আস্থার পাত্র হয়ে উঠেছেন জাড্ডু। সতীর্থ অশ্বিনের সঙ্গে জুটিতে লিখেছেন বহু রোমাঞ্চকর কাহিনী। তবে জাদেজার টেস্ট ক্রিকেটে সফল অলরাউন্ডার হয়ে ওঠা কম বড় কৃতিত্ব নয়। শুরুতে তিনি ছিলেন মূলত সাদা বলের ক্রিকেটার। ২০০৯ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। তার তিন বছর পর টেস্টে পথ চলা শুরু। তবে স্বল্প সময়ের মধ্যেই তিনি টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জনে সফল হন। শুধু বল নয়, ব্যাট হাতেও চমক দেখাতে শুরু করেন। টেস্ট তিন হাজারের বেশি রান এবং তিনশো উইকেট পাওয়া সুবাদে ইয়ান বোথামের মতো কিংবদন্তির পাশে জায়গা করে নিলেম জামনগরের জাড্ডু। তিনি জানিয়েছেন, ‘এই মুহূর্ত কখনও ভোলার নয়। একজন তরুণ ক্রিকেটার হিসেবে আমি যখন শুরু করেছিলাম, তখন সবাই আমাকে সীমিত ওভারের ক্রিকেটার হিসেবেই দেখতে শুরু করেছিলেন। কিন্তু লাল বল নিয়েও আমি কঠোর পরিশ্রম করেছি। অবশেষে তার সুফল পেলাম।’
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা