দেশ

অস্ত্রোপচারের পর মাথার ভিতর রয়ে গেল সূচ, যোগীরাজ্যের ঘটনায় চাঞ্চল্য

লখনউ: শিক্ষা থেকে স্বাস্থ্য। প্রতিটি ক্ষেত্রেই বিজেপির ডাবল ইঞ্জিন সরকার বারবার মুখ থুবড়ে পড়েছে। তা আরও একবার স্পষ্ট হয়ে গেল যোগীরাজ্য উত্তরপ্রদেশের একটি ঘটনায়। মাথা ফেটে যাওয়ায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য গিয়েছিলেন এক তরুণী। তড়িঘড়ি মাথায় সেলাই করে দেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু সেলাই করার পর মাথার ভিতরেই থেকে গেল সূচ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর জেলার এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জানা গিয়েছে, প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষে মাথা ফেটে যায় সিতারা নামের ওই তরুণীর। তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মাথায় সেলাই করে ব্যান্ডেজ বেঁধে দেন চিকিৎসকরা। বাড়ি ফেরার পর থেকেই অসহ্য যন্ত্রণা শুরু হয়। কান্নাকাটি শুরু করে দেন সিতারা। আবার তাঁকে এক বেসরকারি হাসপাতালে যান পরিবারের সদস্যরা। সেখানে ক্ষতস্থানের সেলাই কাটতেই সূচটি আবিষ্কার হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়ে তরুণীর পরিবার। তাঁদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় চিকিৎসক মদ্যপ অবস্থায় ছিলেন।  তবে চিকিৎসকের মদ্যপানের বিষয়টি উড়িয়ে দিয়েছেন হাপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুনীল তিয়াগি। তিনি জানান, গোটা বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত আছেন। ঘটনার তদন্তে দুই সদস্যের দল গড়া হয়েছে। রিপোর্ট এলেই ব্যবস্থা নেওয়া হবে।
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা