খেলা

পদত্যাগ কুয়াদ্রাতের, আপাতত দায়িত্বে বিনো জর্জ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত শুক্রবার যুবভারতীতে এফসি গোয়া ম্যাচে হারের পরই দেওয়াল লিখন পড়তে পেরেছিলেন কার্লেস কুয়াদ্রাত। আইএসএলে হারের হ্যাটট্রিকের পর ‘গো ব্যাক’ স্লোগানের মধ্যেই মাঠ ছেড়েছিলেন ইস্ট বেঙ্গলের স্প্যানিশ কোচ। এরপর গত দু’দিন ধরে চলে চাপানউতোর। অবশেষে সোমবার সকালে ফুটবলারদের সঙ্গে টিম মিটিংয়ের পরই পদত্যাগের কথা ঘোষণা করলেন কুয়াদ্রাত। ক্লাবের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কার্লেস কুয়াদ্রাত। আপাতত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন বিনো জর্জ।’ একইসঙ্গে লাল-হলুদ কোচের পদে সাফল্যের সঙ্গে কোচিং করানোর জন্য কুয়াদ্রাতকে ধন্যবাদ জানিয়েছেন কর্তারা। ইতিমধ্যেই পরবর্তী কোচের খোঁজে নেমে পড়েছে টিম ম্যানেজমেন্ট। ভারতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিকেই আনতে চাইছে তারা। তালিকায় নাম রয়েছে ইভান ভুকোমানোভিচ, অ্যালবার্ট রোকা ও অস্কার ব্রুজোঁর। কয়েক দিনের মধ্যেই ছবি পরিষ্কার হবে।  
আইএসএলে নাম লেখানোর পর থেকেই ব্যর্থতার কানাগলিতে ঘোরাফেরা করছিল ইস্ট বেঙ্গল। রবি ফাউলার থেকে স্টিফেন কনস্টানটাইন, কেউই দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে ব্যর্থ। এই পর্বে একের পর এক ডার্বিতে হেরে মুখ পুড়েছে লাল-হলুদের। তবে গত মরশুমে কার্লেস কুয়াদ্রাত দায়িত্ব নিতেই স্বপ্ন দেখা শুরু করেন লাল-হলুদ সমর্থকরা। ডুরান্ড কাপের গ্রুপ পর্বে ডার্বি জয়ের মধ্যে দিয়ে রাতারাতি অনুরাগীদের নয়নের মণি হয়ে ওঠেন স্প্যানিশ কোচ। এরপর সুপার কাপের আসরে অবশেষে সাফল্যের মুখ দেখে ইস্ট বেঙ্গল। স্প্যানিশ কোচের হাত ধরেই ১২ বছর পর কোনও সর্বভারতীয় ট্রফি জেতে ইস্ট বেঙ্গল। সেই সঙ্গে এশিয়ান মঞ্চে ফের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটি। তবে সুপার কাপ জয়ের পরই হঠাৎই বোরহা আর সিভেরিওকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন কুয়াদ্রাত। আর তারপরই শুরু হয় অবশ্যম্ভাবী পতন। আইএসএলে আশা জাগিয়েও লিগ টেবিলে নবম স্থানেই শেষ করে ইস্ট বেঙ্গল। নতুন মরশুমে সাফল্যের খোঁজে কোচের চাহিদা মতোই ফুটবলার সই করান কর্তারা। তিন প্রধানের মধ্যে সবার আগে অনুশীলন শুরু করে ইস্ট বেঙ্গল। অথচ প্রতি ম্যাচেই ফিটনেসের অভাব চোখে পড়ছে। ডুরান্ড কাপে আই লিগের ক্লাব শিলং লাজংয়ের কাছে হারের পরই কুয়াদ্রাতের স্ট্র্যাটেজি নিয়ে উঠতে থাকে প্রশ্ন। এরপর আইএসএলের মঞ্চে তাঁর একের পর এক ভুল সিদ্ধান্তে ভুগতে হয় দলকে। শেষ পর্যন্ত টানা তিন ম্যাচ হারতেই বিদায়ঘণ্টা বাজল স্প্যানিশ কোচের।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা