বিদেশ

পেজার বিস্ফোরণ: ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি ওয়ারেন্ট

নয়াদিল্লি: লেবাননে ধারাবাহিক পেজার বিস্ফোরণে নাম জড়িয়েছে এক ভারতীয় বংশোদ্ভূতের। নাম রিনসন জোসে। আদতে কেরলের ওয়েনাড়ের এই বাসিন্দা বর্তমানে নরওয়ের নাগরিক। গত সপ্তাহে কাজের জন্য আমেরিকায় গিয়েছিলেন তিনি। তারপর থেকেই নিখোঁজ জোসে। এই পরিস্থিতিতে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করল নরওয়ে। সংবাদ সংস্থা রয়টার্সকে নরওয়ে পুলিস জানিয়েছে, ‘২৫ সেপ্টেম্বর ওসলো পুলিস জানতে পারে, পেজার কাণ্ডের সঙ্গে যুক্ত এক ব্যক্তি নিখোঁজ। ইতিমধ্যে নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। জারি করা হয়েছে আন্তর্জাতিক গ্রেপ্তারি ওয়ারেন্টও।’ 
সম্প্রতি লেবাননে ধারাবাহিক পেজার বিস্ফোরণে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত কয়েক হাজার। অভিযোগ, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাকে পেজার সরবরাহের দায়িত্বে ছিল বুলগেরিয়ার সংস্থা নর্টা গ্লোবাল লিমিটেড। ২০২২ সালে এই সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন জোসে। বুলগেরিয়ার নিরাপত্তা সংস্থা ডিএএনএস অবশ্য এই বিস্ফোরণের সঙ্গে জোসে বা তাঁর সংস্থার যোগের সম্ভাবনা খারিজ করে দিয়েছে। নর্টার পাশাপাশি ঘটনায় নাম জড়িয়েছে হাঙ্গেরির সংস্থা বিএসি কনসাল্টিংয়ের। সেই সূত্রেই শিরোনামে উঠে এসেছে সংস্থার কর্ণধার ক্রিশ্চিনা বারসোনি আরসিডিয়াকোনোর নাম। প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, নির্দিষ্ট মডেলের ওই পেজারগুলি তৈরির দায়িত্বে ছিল তাইওয়ানের গোল্ড অ্যাপোলো। তবে পরে তারা জানায়, বিএসি কনসাল্টিং পেজার তৈরির দায়িত্বে ছিল। তদন্ত এগতেই বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িয়ে যায় জোসের নর্টা গ্লোবাল লিমিটেডের নাম। গোল্ড অ্যাপোলো জানিয়েছে, খাতায় কলমে বিএসি কনসাল্টিংয়ের যুক্ত থাকলেও পেজার নির্মাণের চুক্তি হয়েছিল নর্টা গ্লোবালের সঙ্গে। এক্ষেত্রে শুধুমাত্র মধ্যস্থতাকারীর কাজ করেছে বিএসি কনসাল্টিং। 
জানা গিয়েছে, এমবিএ শেষ করার পরে ওয়েনাড় থেকে নরওয়ে চলে আসেন জোসে। তাঁর কাকা থাঙ্কাচানের কথায়, ‘প্রথমে নরওয়েতে কেয়ারটেকার হিসেবে গিয়েছিল জোসে। তারপর বেশ কয়েকটি ব্যবসা সংক্রান্ত সংস্থার সঙ্গে যুক্ত হয়। ওর কাজ বা ব্যবসা সম্পর্কে আমরা কিছু জানি না।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা