দেশ

এবার সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা ইডির

বেঙ্গালুরু: অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেনের পর চলতি বছরে আর এক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মাইসুরু আর্বান ডেভেলপমেন্ট অথরিটি (মুডা)-র জমি বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে অনুমতি দেন কর্ণাটকের রাজ্যপাল। তার বিরুদ্ধে হাইকোর্টে গিয়েও স্বস্তি পাননি সিদ্ধারামাইয়া। কর্ণাটক হাইকোর্ট রাজ্যপালের সিদ্ধান্ত বহাল রাখেন। কর্ণাটকের লোকায়ুক্তের দায়ের করা এফআইআরের ভিত্তিতেই মামলা দায়ের করেছে ইডি। মুডার ১৪টি জমি সিদ্ধারামাইয়ার স্ত্রী বি এম পার্বতীর নামে বেআইনিভাবে বণ্টন করা হয়েছে বলে অভিযোগ। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর আরও দুই আত্মীয়ের নাম এই দুর্নীতিতে জড়িয়েছে। এক শীর্ষ ইডি আধিকারিক জানিয়েছেন, জমি বণ্টন দুর্নীতি সংক্রান্ত এফআইআর ও মামলার অন্যান্য তথ্য তাঁদের হাতে এসেছে। এই ধরনের অভিযোগ আর্থিক তছরুপ আইনের (পিএমএলএ) অন্তর্গত। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পরেই মামলা দায়ের করা হয়েছে। এর ফলে ইডি কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে জেরা করার জন্য ডেকে পাঠাতে এমনকী সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। এর আগে বিশেষ আদালতের নির্দেশ অনুসারে সিদ্ধারামাইয়া, তাঁর স্ত্রী ও দুই আত্মীয়ের বিরুদ্ধে লোকায়ুক্ত পুলিস এফআইআর দায়ের করেছিল। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ প্রথম থেকে অস্বীকার করে এসেছেন সিদ্ধারামাইয়া। তাঁকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
চলতি বছরের শুরুতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল ইডি। কয়েক মাস জেলবন্দি থাকার পর দুজনেই এখন জামিনে মুক্ত রয়েছেন।
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা