দেশ

ভগবানকে রাজনীতি থেকে দূরে রাখুন, লাড্ডু মামলায় চন্দ্রবাবুকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

নয়াদিল্লি: ‘ভগবানকে তো অন্তত রাজনীতি থেকে দূরে রাখুন।’ তিরুপতি মন্দিরের লাড্ডুর ঘিয়ে পশুর চর্বি মেশানো সংক্রান্ত মামলায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে কড়া ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে লাড্ডুতে পশুচর্বি মেশানো সংক্রান্ত অভিযোগের শুনানি ছিল। লাড্ডু ঘিয়ে পশুর চর্বি মেশানো রয়েছে এমন যথেষ্ট প্রমাণ না থাকা সত্ত্বেও কেন মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমে মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিল, ৬ থেকে ১২ জুলাই যে ঘি এসেছিল, তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ঘিয়ে ভেজাল রয়েছে সন্দেহ করে মন্দির কর্তৃপক্ষ তা ব্যবহারই করেনি। যে মাসের ঘি ব্যবহার করা হয়েছে, তার তো কোনও পরীক্ষাই হয়নি। এদিন এই বিষয়টিও উল্লেখ করে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সারবত্তা নিয়েও প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। ৩ অক্টোবর ফের এ নিয়ে শুনানি হবে।
বিচারপতি গাভাই নাইডুর উদ্দেশে এদিন প্রশ্ন তোলেন, ‘আপনি সিট তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু তার ফল আসার আগেই কেন তাড়াহুড়ো করে সংবাদমাধ্যমে মুখ খুললেন? ধর্মীয় আবেগের বিষয়টি মাথায় রাখা উচিত। আপনি যখন সাংবিধানিক পদে রয়েছেন, তখন আশা করা যায়, ভগবানকে অন্তত রাজনীতি থেকে দূরে রাখবেন।’ বিচারপতি বিশ্বনাথনও সিটের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অন্ধ্রপ্রদেশ সরকার যে সিট গঠন করেছে, তাকে আপাতত তদন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই তদন্ত রাজ্যের সিটই চালাবে নাকি, অন্য কোনও এজেন্সিকে নিয়োগ করা হবে, তা নিয়ে সলিসিটার জেনারেলকে সাহায্য করতে বলেছে  শীর্ষ আদালত।
১৮ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তিরুপতি মন্দিরের লাড্ডুর গুণমান নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, ওয়াই জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস ক্ষমতায় থাকার সময় তিরুপতির প্রসাদী লাড্ডুতে ব্যবহৃত ঘিয়ে পশুদের চর্বি মেশানো হতো। নাইডুর এই অভিযোগের পরই সারা দেশে হইচই শুরু হয়ে যায়।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা