বিদেশ

বেইরুটে উদ্ধার নাসরাল্লার দেহ, ক্ষেপণাস্ত্র হামলা নয়, আতঙ্কে হৃদরোগে মৃত্যু হিজবুল্লা প্রধানের?

বেইরুট: ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত লেবাননের দক্ষিণ বেইরুটের দাহিয়ে অঞ্চল। ব্যাঙ্কার ধসে তৈরি হয়েছে বড় গহ্বর। সেই গহ্বরেরই একটি বাঙ্কার থেকে উদ্ধার করা হল হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার দেহ। এমনটাই দাবি করেছে বিভিন্ন সংবাদ সংস্থা। ইরান মদতপুষ্ট এই সশস্ত্র সংগঠনের তরফে অবশ্য এবিষয়ে এখন পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। একইসঙ্গে জানা গিয়েছে, হিজবুল্লা প্রধানের দেহে নাকি তেমন কোনও ক্ষতচিহ্ন ছিল না। তাহলে কি ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামালায় হিজবুল্লা প্রধানের মৃত্যু হয়নি? 
একাধিক সূত্রের দাবি, জোরালো বিস্ফোরণের অভিঘাতে আতঙ্কিত হয়ে পড়েন নাসরাল্লা। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় ‘ব্লান্ট ট্রমা’। তার জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। নাসরাল্লার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট করেনি হিজবুল্লা। দক্ষিণ বেইরুটে রাষ্ট্রসঙ্ঘের একটি স্কুলের ৬০ ফুট নীচে ছিল নাসরাল্লার বাঙ্কার। হামলার দিন এই গোপন সদর দপ্তরে বসে বৈঠক করছিলেন হিজবুল্লা প্রধান। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শনিবার সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। পর পর বিস্ফোরণে নিমেষের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় ঘরবাড়ি। মাটি ধসে তৈরি হয় ফুটবল মাঠের থেকেও বড় গহ্বর। এরপরেই ইজরায়েল দাবি করে, নাসরাল্লা আর কোনওরকম সন্ত্রাস ছড়াতে পারবেন না। পরে সুপ্রিম কমান্ডারের মৃত্যুর খবর স্বীকার করে নেয় হিজবুল্লাও। ইতিমধ্যে হামলার একাধিক ভিডিও প্রকাশ করেছে ইজরায়েল। রবিবার ইজরায়েল বাহিনী জানিয়েছে, শনিবারের সদর দপ্তরের হামলায় নাসরাল্লা ছাড়া হিজবুল্লার আরও বেশ কয়েকজন সদস্যের মৃত্যু হয়েছে।  মৃতদের মধ্যে রয়েছে আলি কারাকি, ইব্রাহিম হুসেন জাজিনি, সামির তৌফিক দীব, আলি নায়েফ আয়ুব, আবদ আল-আমির মহম্মদ সাবলিনি সহ অন্যান্যরা। নাসরাল্লার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন ইব্রাহিম। নিহত হিজবুল্লা প্রধানের পরামর্শদাতা ছিলেন সামির।
ইজরায়েলের বিমানহানায় বিপর্যস্ত জীবন। নিরাপদ আশ্রয় খোঁজার মাঝে বেইরুটের রাস্তায় বিশ্রাম।-পিটিআই
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা