দেশ

বিশ্বে সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই, বেঞ্জামিনকে বললেন মোদি

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর: গাজার পাশাপাশি গোটা বিশ্বের নজর এখন লেবাননে। ইজরায়েল সেখানে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই সেদেশে পেজার, ওয়াকি টকি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। যদিও সেই ঘটনায় দায় স্বীকার করেনি ইজরায়েল। তবে পরপর এয়ারস্ট্রাইকে হিজবুল্লার শীর্ষ নেতা নাসরাল্লা-সহ একাধিক জঙ্গিদের খতম করেছে বলেও দাবি করেছে তারা। তবে এই আক্রমণ এখনই থামবে না। জানিয়েছেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের সঙ্গে ইজরায়েলের সংঘাতের পর থেকেই হিজবুল্লা গোষ্ঠী তাঁদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছিল। তারা পর পর হামলা চালায় বেঞ্জামিনের দেশে। তারই পাল্টা দিতে শুরু করেছে ইজরায়েল। হিজবুল্লাকে সমূলে নিকেশ না করে থামবেন না নেতানিয়াহু। তাই হামলা থামানোর কোনও ইঙ্গিতই দেয়নি ইজরায়েল সরকার।
এই যুদ্ধ পরিস্থিতির আবহেই নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনে দু’দেশের প্রধানদের মধ্যে কথা হওয়ার বিষয়টি এক্স হ্যান্ডেলে জানিয়েছে খোদ মোদি। লিখেছেন, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে। বিশ্বে সন্ত্রাসবাদের কোনও জায়গাই নেই। পরিস্থিতি আরও খারাপ হতে না দিয়ে পশ্চিম এশিয়ায় আটকে থাকা সমস্ত নাগরিকদের নিরাপদে বের করে আনাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ নিতে ভারত সর্বদাই তৈরি রয়েছে। যদিও এই আলোচনার পর লেবাননে রক্তগঙ্গা বইয়ে দেওয়া ইজরায়েলি ফৌজের আক্রমণ আদৌ বন্ধ হবে কি না সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। সূত্রের খবর, গত ২ সপ্তাহে সেদেশে ইজরায়েলের হামলার ফলে ১০০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। জখম ৬ হাজারেরও বেশি।
 
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা