দেশ

যারা সংবিধান পাল্টাতে চায় তাদের বদলে দিন, হরিয়ানায় ডাক প্রিয়াঙ্কার

চণ্ডীগড়: আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তার আগে কৃষক আন্দোলনের অন্যতম গড়ে প্রচারে এসে ঝড় তুললেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার অম্বালার নারায়ণগড়ে কংগ্রেসের ‘বিজয় সঙ্কল্প’ যাত্রার সূচনা করেন তাঁরা। এদিন সরাসরি বিজেপি সরকারকে আক্রমণ শানান প্রিয়াঙ্কা। তাঁর কথায় উঠে আসে কৃষক আন্দোলন থেকে বেকারত্বের প্রসঙ্গ। তাঁর স্পষ্ট দাবি, যাঁরা দেশের সংবিধানকে বদলে ফেলতে চায়, তাঁদের বদলে ফেলা উচিত। তাঁর কথায়, কৃষক, জওয়ান, ক্রীড়াবিদরা দেশের গর্ব। গত ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। কিন্তু তারপরও দেশের গর্বদের প্রকৃত সম্মান দেয়নি। এদিন কৃষক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিবাদ করায় জুটেছে লাঠি-কাঁদানে গ্যাস। বিজেপি সরকার মানুষের দাবি শুনতে চায়নি। আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। প্রিয়াঙ্কার সাফ জবাব, বিচার চাইলে এই সরকারকে ছুড়ে ফেলে দিন। কারণ বিজেপি সরকার আপনাদের কিছুই দেয়নি। মানুষকে প্রতিনিয়ত মূল্যবৃদ্ধি-মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করতে হচ্ছে। তারপরও হরিয়ানা সরকার বেকারত্ব ইস্যুতে নীরব। সোমবার সমাবেশ মঞ্চ থেকে তাঁর ঘোষণা, বিজেপির সময় ঘনিয়ে এসেছে। এবার হরিয়ানায় সরকার গড়ছে কংগ্রেস।   
প্রিয়াঙ্কার থেকেও কড়া ভাষায় বিজেপিকে বিঁধেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন মোদি সরকারকে ‘শিল্পপতিদের সরকার’ বলে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, কংগ্রেস ক্ষমতায় এলে হরিয়ানায় শিল্পপতি নয়, কৃষক-শ্রমিক-গরিব মানুষের সরকার গড়ে উঠবে। তাঁর কথায় উঠে আসে বেকারত্ব প্রসঙ্গ। তার সাম্প্রতিক আমেরিকা সফরের কথা উল্লেখ করে রাহুল বলেন, সেখানে হরিয়ানার কিছু মানুষের সঙ্গে দেখা হয়। যাঁরা ভালো ভবিষ্যতের সন্ধানে সেখানে পাড়ি দিয়েছেন। কারণ হরিয়ানায় যথাযথ কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ব্যর্থ বিজেপি সরকার। এরপরই সমবেত জনতার উদ্দেশে তাঁর প্রশ্ন, উন্নয়নের নামে সবসময় গরিব মানুষের জমি নেওয়া হয়। কিন্তু শিল্পপতিদের জমি নেওয়ার কথা শুনেছেন কি? হরিয়ানার মঞ্চ থেকে এদিন বেকারত্ব-মূল্যবৃদ্ধির পাশাপাশি অগ্নিবীরের মতো ইস্যু নিয়েও সোচ্চার হতে দেখা যায় রাহুলকে। নাম না করে আইএনলডি, জেজেপির মতো ছোট দলগুলিকে ‘বিজেপির হাতের পুতুল’ বলে কটাক্ষ করেন লোকসভার বিরোধী দলনেতা।  
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা