দেশ

তেল বেচে বিপুল মুনাফা কোম্পানিগুলির, সাধারণ মানুষ সেই তিমিরেই

নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে হু হু করে কমেছে অপরিশোধিত তেলের দাম। তার সুফল ঘরে তুলছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। প্রতি লিটার পেট্রল বিক্রিতে লাভ হচ্ছে ১৫ টাকা। ডিজেলে ১২ টাকা। আইসিআরএ (ইক্রা)-র সাম্প্রতিক রিপোর্টে এমনই তথ্য জানা গিয়েছে। এককথায় এভাবেই রেকর্ড মুনাফা ঘরে তুলেছে তেল সংস্থাগুলি। কিন্তু দেশের বাজারে জ্বালানির দরে সুরাহা দেওয়ার পথে হাঁটছে না তারা। ফলে খাদ্যসামগ্রী সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চড়া দামে আম আদমির দুর্ভোগ বেড়েই চলেছে। চলতি বছরের মার্চে লোকসভা ভোটের আগে একদফা দাম কমেছিল জ্বালানির। কিন্তু তারপর থেকে দাম অপরিবর্তিত। এই পরিস্থিতিতে আইসিআরএ-র নয়া রিপোর্ট মোদি সরকারের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। 
বিগত কয়েক বছর ধরেই দেশে জ্বালানির দাম বেশ চড়া। বহু রাজ্যেই পেট্রলের দর একশো টাকার উপরেই ঘোরাফেরা করছে। ডিজেলের দাম লিটার ৯০ থেকে ৯২ টাকা। পেট্রপণ্যের দাম সরাসরি প্রভাব ফেলে মুদ্রস্ফীতিতে। স্বাভাবিকভাবেই জ্বালানির চড়া দাম পরিবহণের খরচ বাড়িয়েছে। এর ফলে জিনিসপত্রের দাম লাগাম ছাড়িয়েছে। আগুন লেগেছে হেঁশেলেও। এই অবস্থায় জ্বালানির দাম কমিয়ে সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার দাবি জোরালো হয়েছে। কয়েকদিন আগেই তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন রীতিমতো তথ্য তুলে ধরে বলেছিলেন, গত দশ বছরে মোদি সরকারের আমলে অশোধিত তেলের দাম ২৪ শতাংশ কমলেও পেট্রলের দাম বেড়েছে ৩০ শতাংশ। এই আবহেই আইসিআরএ-র সাম্প্রতিক রিপোর্ট বলছে, অশোধিত তেলের দাম কমার জেরে ইন্ডিয়ান অয়েল, ভারত ও হিন্দুস্তান পেট্রলিয়ামের মতো সংস্থাগুলির জ্বালানির খুচরো বিক্রিতে লাভের পরিমাণ লাফিয়ে বেড়েছে। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হিসেবে কোম্পানিগুলি পেট্রলে লিটার পিছু ১৫ টাকা ও ডিজেলে ১২ টাকা লাভ করছে। আইসিআরএ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গিরিশকুমার কদম একথা জানিয়েছেন। খুচরো বিক্রিতে এই লাভের হাত ধরে ২০২৩-২৪ অর্থবর্ষে বিপুল মুনাফা হয়েছে কোম্পানিগুলির। তেল কোম্পানিগুলির সম্মিলিত মুনাফার পরিমাণ ৮৬ হাজার কোটি টাকা ছুঁয়েছে। আগের অর্থবর্ষের তুলনায় তা ২৫ গুণ বেশি। খোদ পেট্রলিয়াম মন্ত্রক এই তথ্যে সিলমোহর দিয়েছে।আন্তর্জাতিক এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে দাম কমার সুফল দেশের বাজারে পৌঁছে দেওয়ার দাবি জোরালো হয়েছে। চলতি মাসের গোড়াতেই মন্ত্রকের সচিব পঙ্কজ জৈন জানিয়েছিলেন, বেশ কিছু সময় ধরে দাম নিম্নমুখী থাকলে জ্বালানির দাম হ্রাসের বিষয়টি বিবেচনা করতে পারে কোম্পানিগুলি। এই পরিস্থিতিতে পেট্রল ও ডিজেলের দাম কবে কমবে, সেটাই এখন দেখার। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা