বিনোদন

‘আমি অভিনয়ের ছাত্র, এখনই শিক্ষক হতে চাই না’

অনির্বাণ সেনগুপ্ত। পেশায় পুলিস। মফস্সলে পোস্টিং। একটা কেস চলছে। নির্ধারিত সময়ের মধ্যে সলভ করতে পারেনি সে। ফলে উপরমহলের চাপে রয়েছে অনির্বাণ। স্ট্রেট ফরোয়ার্ড, সৎ এই মানুষটি অন্যায় বরদাস্ত করে না। শুধু কথা বা বুদ্ধি দিয়ে নয়, প্রয়োজনে হাতও চালায়। তবে কর্তৃপক্ষের চাপ অন্যায্য নয়, তা স্বীকারও করে সে। এখান থেকে এই চরিত্রকে দেখবেন দর্শক। সৌজন্যে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ ‘মিসিং লিঙ্ক’। আসছে ‘ফ্রাইডে’ প্ল্যাটফর্মে। 
অনির্বাণের ভূমিকায় আপনি দেখবেন অনির্বাণকেই। না! কোনও ধাঁধা নয়। অভিনেতা অনির্বাণ চক্রবর্তী রয়েছেন এই পুলিসের চরিত্রে। হেসে বললেন, ‘আমি এর আগে অনেকগুলো পুলিসের চরিত্র করেছি। প্রত্যেকটাই আলাদা ছিল। ভালো পুলিস, খারাপ পুলিস। খারাপ থেকে ভালো হয়ে যাচ্ছে তেমন পুলিস। গ্রে শেডের পুলিস। মজার পুলিস। আসলে সবকটি চরিত্র পেশায় পুলিস হলেও মানুষ হিসেবে আলাদা ছিল। তবে নিজের নামের চরিত্র প্রথমবার পেলাম। ‘মিসিং লিঙ্ক’-এর অনির্বাণের উপর রাজনৈতিক চাপও রয়েছে। অন্যান্য আরও সমস্যা রয়েছে। দর্শক সেটা দেখলে বুঝতে পারবেন।’ 
অভিনেতার পরপর অনেকগুলো কাজ রয়েছে মুক্তির অপেক্ষায়। তাঁর কথায়, ‘ওয়েবের মধ্যে ‘একেন বাবু’ সিজন এইটের শ্যুটিং শেষ করলাম। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ‘ভূস্বর্গ ভয়ংকর’ করলাম। ডাবিংও হয়ে গিয়েছে। ছবিও রয়েছে বেশ কয়েকটা। ‘স্বার্থপর’, ‘খাদান’, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর পোস্ট প্রোডাকশন চলছে। ‘অপরিচিত’ করলাম। প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’ তৈরি হয়ে গিয়েছে। রাজা চন্দর ছবি ‘চন্দ্রবিন্দু’ শেষ করলাম।’ 
টলিউডে সম্প্রতি ছবি তৈরি নিয়ে নানাবিধ টানাপোড়েন চলছে। বহুদিন ধরে চলতে থাকা শ্যুটিংয়ের নিয়ম নিয়ে সরব নানা মহল। সে প্রসঙ্গে অনির্বাণের মত, ‘এখন বিভিন্ন ফরম্যাটে লোকে ছবি তৈরি করতে চাইছেন। তার বাজেটও আলাদা হয়। যে যেভাবে তৈরি করবেন, তার কাছে সেই সুবিধেটুকু থাকা উচিত। কেউ যদি বড় বাজেটের ফিচার ফিল্ম বানাতে চান, তাঁর জন্য যা নিয়ম, আর যিনি ছোট ছবি বা অল্প বাজেটের ফিচার ফিল্ম বানাতে চান, তাঁর জন্য নিয়ম আলাদা হওয়া উচিত। যা এই মুহূর্তে টলিউডে নেই। এখনও এখানে এক ধরনের নিয়মেই সব কাজ হয়। যা বিভিন্ন মানুষের ভিন্ন চাহিদার সঙ্গে মিলছে না।’
দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে অনির্বাণের। গত বেশ কয়েকবছর ধরে যদিও অভিনয়েই মনোনিবেশ করেছেন। কখনও অভিনয় শেখানোর কথা ভেবেছেন? অনির্বাণের স্পষ্ট উত্তর, ‘আমি যে বিষয়ে শিক্ষকতা করেছি, সেটা নিয়ে আমি পড়াশোনা করেছি। ইনফরমেশন টেকনোলজি। অভিনয় আমি কোথাও শিখিনি। করতে করতে শিখছি। যে কোনও বিষয়ের টেকনিক্যাল পড়াশোনার একটা দিক থাকে। এখনও আমি অভিনয়ের ছাত্র। এখনই শিক্ষক হতে চাই না। কীভাবে অভিনয় শেখানো যেতে পারে, সেটা এখনও বুঝতে পারি না।’ 
স্বরলিপি ভট্টাচার্য
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা