খেলা

রোহিতদের টি-২০ মেজাজে জমে উঠল সিরিজের শেষ টেস্ট

কানপুর: টেস্ট ক্রিকেট নয়, এ যেন কুড়ি ওভারের ফরম্যাটের মারমার কাটকাট মেজাজ ও নাটকীয়তা! গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের আড়াই দিন ভেস্তে গিয়েছিল বৃষ্টি ও মান্ধাতা আমলের ড্রেনেজ সিস্টেমের কারণে। প্রথম দিন খেলা হয়েছিল ৩৭ ওভার। পরের দু’দিন এক বলও গড়ায়নি। নিশ্চিত ড্রয়ের দিকে এগনো টেস্টে সহসা প্রাণ সঞ্চার করল রোহিত শর্মা বাহিনী। ভারতের আক্রমণাত্মক মানসিকতা জ্বেলে দিল আশার প্রদীপ। সোমবার দুপুরে যশপ্রীত বুমরাহর দাপটে টাইগারদের প্রথম ইনিংসে দাঁড়ি পড়ল ২৩৩ রানে। মোমিনুল হক অবশ্য দুরন্ত সেঞ্চুরিতে একাই কিছুটা লড়লেন। বুমরাহর সঙ্গে সঙ্গতে থাকলেন আকাশ দীপ, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা। ফিল্ডিংয়েও নজর কাড়ল ভারতীয় দল। দু’টি দুরন্ত ক্যাচের জন্য প্রশংসা প্রাপ্য রোহিতের ও সিরাজের।
ভারতীয় ব্যাটিংয়ের টেমপ্লেট ঠিক করে দিয়েছেন দুই ওপেনার। প্রথম ওভারেই বাউন্ডারির হ্যাটট্রিক করেন যশস্বী জয়সওয়াল। আর পরের ওভারে প্রথম দুটো বলেই ছক্কা হাঁকান রোহিত। তারপর রকমারি রেকর্ড ভাঙার অভিযানে সুনামির বেগে ২৮৫ রানে পৌঁছয় টিম ইন্ডিয়া। ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে মাঠ মাতান যশস্বী এবং লোকেশ রাহুল। নিশ্চিত পঞ্চাশ হাতছাড়া হলেও বিরাট কোহলিকেও দেখাল ছন্দে। মাত্র ৫২ রানের লিড নিয়েই ইনিংস ডিক্লেয়ার করেছে ভারত। পড়ন্তবেলায় প্রতিপক্ষকে ঝটকা দেওয়াই ছিল লক্ষ্য। অশ্বিনের জোড়া শিকারে সেই পরিকল্পনা সফল। দ্বিতীয় ইনিংসে ১১ ওভারে ২৬ রানের মধ্যে জাকির হাসান ও হাসান মাহমুদকে হারিয়েছে সফরকারী দল। ক্রিজে রয়েছেন শাদমান ইসলাম ও মোমিনুল। আকাশের বলে মোমিনুলের খোঁচা লোকেশ তালুবন্দি করতে পারলে আরও চাপে থাকত পদ্মাপাড়ের শিবির। মঙ্গলবার বাংলাদেশ ইনিংসে দ্রুত ঝাঁপ ফেলাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। চতুর্থ ইনিংসে বেশি রান তাড়া করার মতো সময় নেই হাতে। বিপক্ষের আট উইকেট জলদি ফেলতে বুমরাহ, অশ্বিনই হতে চলেছেন রোহিতের তুরুপের তাস।
শ্রীলঙ্কার হাতে নিউজিল্যান্ডের পরাজয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড় জমে গিয়েছে। সেজন্য ঘরের মাঠে কানপুর টেস্ট জেতা জরুরি ভারতের। সেই তাগিদও ফুটে উঠল এদিন। বার্তা পরিষ্কার— গৌতম গম্ভীর জমানায় আগের চেয়েও আগ্রাসী হতে চলেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের মতো ‘বাজবল’ নিয়ে বাগাড়ম্বর না করেও যে টেস্ট ক্রিকেটে রংবাজি করা যায়, কানপুরে তার উজ্জ্বল দৃষ্টান্ত রাখল রোহিত-ব্রিগেড।
স্কোরবোর্ড: বাংলাদেশ প্রথম ইনিংস (১০৭-৩ এর পর): মোমিনুল অপরাজিত ১০৭, মুশফিকুর বো বুমরাহ ১১, লিটন ক রোহিত বো সিরাজ ১৩, সাকিব ক সিরাজ বো অশ্বিন ৯, মিরাজ ক গিল বো বুমরাহ ২০, তাইজুল বো বুমরাহ ৫, হাসান এলবিডব্লু বো সিরাজ ১, খালেদ ক ও বো জাদেজা ০, অতিরিক্ত ১২, মোট (৭৪.২ ওভারে) ২৩৩। বোলিং: বুমরাহ ১৮-৭-৫০-৩, সিরাজ ১৭-২-৫৭-২, অশ্বিন ১৫-১-৪৫-২, আকাশ ১৫-৬-৪৩-২, জাদেজা ৯.২-০-২৮-১। 
ভারত প্রথম ইনিংস: যশস্বী বো হাসান ৭২, রোহিত বো মিরাজ ২৩, গিল ক হাসান বো সাকিব ৩৯, পন্থ ক হাসান বো সাকিব ৯, কোহলি বো সাকিব ৪৭, লোকেশ স্টাঃ লিটন বো মিরাজ ৬৮, জাদেজা ক শান্ত বো মিরাজ ৮, অশ্বিন বো সাকিব ১, আকাশ ক খালেদ বো মিরাজ ১২, বুমরাহ অপরাজিত ১, অতিরিক্ত ৫, মোট (৩৪.৪ ওভারে, ৯ উইকেটে ডিঃ) ২৮৫। বোলিং: হাসান ৬-০-৬৬-১, খালেদ ৪-০-৪৩-০, মিরাজ ৬.৪-০-৪১-৪, তাইজুল ৭-০-৫৪-০, সাকিব ১১-০-৭৮-৪।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: শাদমান ব্যাটিং ৭, জাকির এলবিডব্লু বো অশ্বিন ১০, হাসান বো অশ্বিন ৪, মোমিনুল ব্যাটিং ০, অতিরিক্ত ৫, মোট (১১ ওভারে, ২ উইকেটে) ২৬। বোলিং: বুমরাহ ৩-১-৩-০, অশ্বিন ৫-২-১৪-২, আকাশ ৩-২-৪-০।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা