খেলা

চ্যাম্পিয়ন্স লিগে আজ জয়ের খোঁজে বার্সা

বার্সেলোনা: নতুন ফর‌ম্যাটে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালো হয়নি বার্সেলোনার। মোনাকোর কাছে ১-২ ব্যবধানে হারে তারা। এরপর লিগেও টানা সাত জয়ের পর গত ম্যাচে পা হড়কেছে বার্সেলোনার। হঠাত্ ছন্দপতনে চাপে বার্সার নতুন কোচ হান্স ফ্লিক। এমন পরিস্থিতিতে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ইয়ং বয়েজের মুখোমুখি হবে কাতালন ক্লাবটি। সুইস প্রতিপক্ষকে হারিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য ফ্লিক-ব্রিগেডের।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সাম্প্রতিক পরিসংখ্যান খুবই খারাপ। ২০১৪-১৫ মরশুমে শেষবার ইউরোপ সেরা হয় লিও মেসির প্রাক্তন ক্লাব। তাই এবার খরা কাটাতে বদ্ধপরিকর ফ্লিকের দল। তবে বার্সেলোনা  মিনি হাসপাতালে পরিণত হয়েছে। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ফারমিন লোপেজ, গাবি, রোনাল্ড আরাহু, ড্যানি ওলমোরা। গোলরক্ষক টের স্টেগানও পুরো মরশুমের জন্য ছিটকে গিয়েছেন। এরিক গার্সিয়া আবার গত ম্যাচে লাল কার্ড দেখেছিলেন। তবে দুরন্ত ছন্দে রয়েছেন ওয়ান্ডারকিড লামিনে ইয়ামাল। এছাড়া নিয়মিত গোল পাচ্ছেন রবার্ট লিওয়ানডস্কি, রাফিনহারা। পক্ষান্তরে, ইয়ং বয়েজ কোনওদিন চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে বাধা টপকাতে পারেনি। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষকে হারাতে অসুবিধা হওয়ার কথা নয় বার্সার।
চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে পিএসজি’র চ্যালেঞ্জ সামলাবে আর্সেনাল। ইউরোপের সেরা প্রতিযোগিতায় গত ম্যাচে আটালান্টার কাছে আটকে গিয়েছিল গানাররা। সেই ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া মিকেল আর্তেতার দল। তবে ইংলিশ দলকে বেগ দিতে তৈরি লুই এনরিকের পিএসজি’ও। অন্যদিকে, অ্যাওয়ে ম্যাচে স্লোভাকিয়ার দল স্লোভান ব্রাতিস্লাভার বিরুদ্ধে খেলবে ম্যান সিটি।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা