দক্ষিণবঙ্গ

বর্ধমানের অনাময় হাসপাতালে আবর্জনা পরিষ্কারে হাত লাগালেন সভাধিপতি

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: উৎসবের মরশুমে ডেঙ্গুর দাপট বাড়ার পূর্বাভাস রয়েছে। জেলাজুড়ে স্বচ্ছতা অভিযানে নামার ডাক দেওয়া হয়েছে। সোমবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে এসে নিজের হাতে আবর্জনা তুললেন। ঝুড়িতে করে তা ডাস্টবিনে ফেলেন। তাঁর সঙ্গে ছিলেন সহ সভাধিপতি গার্গী নাহা, জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় সহ অন্যানরা। সভাধিপতি বলেন,   জেলাজুড়েই সাফাই অভিযানে নামা হয়েছে। ডেঙ্গু থেকে মুক্তি পেতে হলে সব জায়গা পরিষ্কার রাখতে হবে। সবাইকে বার্তা দেওয়ার জন্যই আমরা নিজের হাতে আবর্জনা তুলেছি। আগামী দিনেও জেলার অন্যান্য জায়গায় এধরনের অভিযান চালানো হবে। কোথাও পুকুরে নোংরা থাকলে সেটাও তোলা হবে। 
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনও জেলায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভাতারে কয়েকজন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বলেন, মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। তা ডেঙ্গুর লার্ভা জন্মানোর আদর্শ পরিবেশ। এই সময় সকলকেই এগিয়ে আসতে হবে। কোথাও জল জমতে দেওয়া যাবে না। তা না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জ হয়ে উঠবে। তিনি আরও বলেন, খণ্ডঘোষ সহ কয়েকটি এলাকায় ডায়ারিয়ার প্রকোপও দেখা গিয়েছে। জল পান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, উৎসবের মরশুমজুড়েই সাফাই অভিযান চালানো হবে। জেলা প্রশাসনের আধিকারিকরাও এই অভিযানে শামিল হবেন। জেলার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। তারপরও কেউ জল বা আবর্জনা জমিয়ে রাখলে ব্যবস্থা নেওয়া হবে। -নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা