দক্ষিণবঙ্গ

বন্যার জলে সাফ মাটি, পচা খড় নতুন উদ্যোমে শুরু প্রতিমা তৈরি

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: খানাকুলে এবার বন্যায় ভয়াবহ অবস্থা তৈরি হয়। সাম্প্রতিককালে এমন বন্যা পরিস্থিতি বাসিন্দারা দেখেননি। তাই ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি। তারই মধ্যে দরজায় কড়া নাড়ছে শারদোৎসব। চরম সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তা থেকে শিল্পীরা। কারখানায় তৈরি হচ্ছিল প্রতিমা। কিন্তু, বন্যার জলে প্রতিমার মাটি ধুয়ে গিয়েছে। কাঠামোতে থাকা খড়ও পচে যায়। জল নামতে প্রতিমার হাল দেখে চোখ ফেটে জল আসার জোগাড় হয় খানাকুলের শসাপোতার মৃৎশিল্পী বাবলু গায়েনের। পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি। ফের নতুন করে প্রতিমা গড়তে শুরু করেছেন বাবলুবাবু। সঙ্গী হয়েছে একাদশ শ্রেণির পড়ুয়া দুই ছেলেও। দুই ছেলের আবার স্কুলে পরীক্ষা চলছে। কোনওভাবে মারোখানা হাইস্কুলে গিয়ে তারা সোমবার ইংরেজি পরীক্ষা দিয়েই প্রতিমা গড়ার কাজে হাত লাগিয়েছে। সময়মতো মণ্ডপে প্রতিমা তুলে দিতে পারাটাই তাদের কাছে চ্যালেঞ্জ। 
বাবলু গায়েনের সুন্দরপুরে রয়েছে প্রতিমা গড়ার কারখানা। তিনি এবার খানাকুল ও পাশের হাওড়ার ১০টি মণ্ডপের প্রতিমা গড়ার বরাত নিয়েছিলেন। বন্যা পরিস্থিতির অনেক আগেই প্রতিমা গড়ার কাজও শুরু করেছিলেন। ডিভিসির ছাড়া জলে এলাকা জলমগ্ন হয়ে গেলে থমকে যায় কাজ। প্রতিমাগুলি তিনি কারখানায় টেবিলের উপর তুলে দিয়ে দরজা বন্ধ করে দেন। এলাকা থেকে জল নামলে বাবলুবাবু কারখানায় যান। কিন্তু, কারখানার দরজা খুলতেই তাঁর চক্ষু চড়ক গাছ। বাবলুবাবু বলেন, কারখানার দরজা খুলতেই দেখি প্রায় ১০টি প্রতিমা নষ্ট হয়ে গিয়েছে। দুর্গা, অসুরের পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী প্রতিমার মাটি ধুয়ে গিয়েছে। ফলে দিন চারেক ধরে ফের প্রতিমা গড়া চলছে। পঞ্চমী তিথি থেকেই প্রতিমা মণ্ডপে যাবে। তার আগে কাজ শেষ করতে ভোর রাত পর্যন্ত এখানে প্রতিমা গড়ছি। পুরো পরিবার কাজ করছে। আমার মতো এলাকার অন্যান্য শিল্পীদের প্রতিমাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবার প্রতিমা গড়ে আয় তো দূর, বাড়ির পুঁজিই লাগাতে হচ্ছে। 
বাবলুবাবুর তিন ছেলে। তারমধ্যে দুই যমজ ছেলে একাদশ শ্রেণির পড়ুয়া। অর্পণ ও অরিন্দম গায়েন বলে, বন্যার আগে বাংলা পরীক্ষা হয়েছিল। এদিন ইংরেজি পরীক্ষা দিয়েছি। কিন্তু, প্রস্তুতির সময় পাচ্ছি না। প্রতিমা গড়ার কাজেই লেগে আছি। 
খানাকুলের বাড় নন্দনপুর যুবক সঙ্ঘের পুজো কমিটির কোষাধ্যক্ষ গৌরচন্দ্র কাঞ্জি বলেন, বন্যার জলে পুজো মণ্ডপের কাঠামো অনেকটাই ডুবে ছিল। এখন আবার নতুন করে কাজ শুরু হয়েছে। প্রতিমা গড়ার বরাত দেওয়া হয়েছিল। কিন্তু, প্রতিমাগুলি নষ্ট হয়ে যায়। শিল্পী নতুন করে আবার প্রতিমা গড়ছেন। এবার পুজোর বহর কমিয়ে আনা হয়েছে। পঞ্চমীতে প্রতিমা পাবো কি না, সেই নিয়ে চিন্তা তো আছেই। 
খানাকুলের নন্দনপুরের উৎসাহী সমিতির সম্পাদক সঞ্জয় সামন্ত বলেন, বন্যার জলে আমাদের দুর্গা সহ অন্যান্য মূর্তিগুলি কোমর সমান জলে ডুবেছিল। জল নামতে দেখা যায় মাটি গলে গিয়েছে। শিল্পী আবার নতুন করে মাটি দিয়ে প্রতিমা তৈরি করেছেন। আশা করছি, সময়মতো কাজ শেষ হয়ে যাবে। -নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা