দক্ষিণবঙ্গ

মহালয়ার আগে কান্দিতে জমে গিয়েছে নারকেল নাড়ুর বাজার

সংবাদদাতা, কান্দি: পুজোর অতিথি আপ্যায়ণে বাড়ির মহিলাদের কষ্ট লাঘব করতে এগিয়ে এলেন কান্দি শহরের মিষ্টি ব্যবসায়ীরা। শহরের বিভিন্ন দোকানে রেডিমেড নারকেল নাড়ু পাওয়া গেলেও একেবারে চোখের সামনে বিভিন্ন ধরনের টাটকা নাড়ু তৈরি করছেন কয়েকজন মিষ্টি ব্যবসায়ী। আর সেই কারণেই মহালয়ার আগে কান্দিতে মিষ্টির দোকানের নারকেল নাড়ু বিক্রির হিড়িক পড়ে গিয়েছে। নাড়ু যাচ্ছে কান্দি পুরসভার কয়েকজন কাউন্সিলার সহ প্রভাবশালীদের বাড়িতে।
কান্দির বিধায়ক অপূর্ব সরকারের মা প্রায় ৮২ বছরের তৃপ্তি সরকার জানান, পুজো এলে আমাদের বাড়িতে মহিলারা এখনও বিভিন্ন ধরনের নাড়ু তৈরি করে অতিথি আপ্যায়ণের জন্য। বাইরের তৈরি নাড়ু বাড়িতে আসুক, এটা আমার একেবারে পছন্দ নয়। কিন্তু শহরের অনেকের বাড়িতে এই রীতি এখন উঠে যাওয়ার মতন। অধিকাংশ বাড়িতে এখন বাজারের তৈরি নাড়ু পৌঁছয়। অন্তত নাড়ু বিক্রেতাদের এমনটাই দাবি। বিক্রেতারা জানিয়েছেন, শহরের অধিকাংশ বাড়িতেই এখন বাজারের কেনা নাড়ু পৌঁছয়। প্রভাবশালী ব্যক্তি ও বড় বড় নেতাদের বাড়িতেও বাজারের নাড়ু পৌঁছচ্ছে। অন্যবছর মহালয়ার পর নাড়ুর বাজার শুরু হলেও এবছর মহালয়ার আগেই নাড়ু বিক্রির চাহিদা বেড়েছে। কান্দি আলুপট্টি এলাকার নাড়ু বিক্রেতা দিলীপ সেন বলেন, এখন আর বাড়ির মেয়েরা কেউ নাড়ু তৈরি করেন না। সব বাজার থেকে কিনে নিয়ে যান। 
কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, অনেকেই পুজোর পর আমাদের বাড়িতে আসেন। শহরের দক্ষিণদিকের এক কাউন্সিলার বলেন, বাজারের নারকেল নাড়ু বাড়িতে নিয়ে গিয়ে অতিথি আপ্যায়ন করলে অনেকে নিন্দা করবেন। তাই ব্যাপারটি প্রকাশ করতে অনেকেই ভয় পান। বাড়িতে বাজারের কেনা নাড়ু পৌঁছয় চুপিচুপি।
শহরের জেমো এলাকার মিষ্টি ব্যবসায়ী অষ্টম রুজ বলেন, কয়েকবছর ধরে আমাদের হাতে তৈরি নাড়ুর বিক্রি বেড়েছে। এবছরও বাজার শুরু হয়ে গিয়েছে। অনেকেই আসতে শুরু করে দিয়েছেন। এবছর মহালয়ার আগেই নাড়ুর বাজার জমে গিয়েছে।
বিক্রেতারা জানিয়েছেন, সাধারণ নাড়ু ৩০ টাকায় প্রতি ২৫০ গ্রাম প্যাকেটের পাওয়া যাচ্ছে। তবে ভালমানের নাড়ু একই ওজনের ৮০ টাকা পর্যন্ত দর রয়েছে। নারকেল নাড়ু, তিলের নাড়ু, মুড়ির নাড়ু, ঝুড়ির নাড়ু, মুড়কি ইত্যাদি প্রায় ১২ রকমের নাড়ু এবারের পুজোয় তৈরি করা হচ্ছে। তবে এখনও কোনও ব্যবসায়ী পুজো স্পেশাল নাড়ু তৈরি করেননি। শহরের কাঁঠালতলা এলাকার বাসিন্দা মণিমালা দাস বলেন, বাড়িতে নাড়ু তৈরি করার অনেক ঝামেলা। তাছাড়া আজকাল অনেকে নাড়ু খেতেও চান না। বাচ্চারাই যা আবদার করে। তাই ঝামেলা না রেখে বাজারের ভালো দোকান থেকে টাটকা নাড়ু পুজোর আগে এনে রাখা হয়।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা