দক্ষিণবঙ্গ

পড়াশোনার ফাঁকে বাবার সঙ্গে প্রতিমা তৈরিতে হাত লাগিয়েছে খুদে মৃৎশিল্পী

বলরাম দত্তবণিক, রামপুরহাট: পড়াশোনার ফাঁকে সময় বের করে সাক্ষাৎ দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল নলহাটির মহারাজ নন্দকুমার হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সুপ্রিয় দাস। নলহাটির সিমলান্দি গ্রামের এই খুদে শিল্পী বর্তমানে ব্যস্ত প্রতিমার শেষ তুলির টানে। এই বয়সেই তার শিল্পীসত্তা দেখে হতবাক স্থানীয়রা। তাঁরা চাইছেন, খুদে শিল্পীর এই সৃষ্টি স্বীকৃতি পাক। প্রতিমাটির স্থান হোক কোনও দুর্গা মণ্ডপে । 
সুপ্রিয়র বয়স মাত্র এগারো বছর। তবে তার প্রতিভা একজন পরিণত মানুষের প্রতিভাকে হার মানায়। বাবা বলরাম দাস মৃৎশিল্পী। সব প্রতিমাই তিনি বানান। সুপ্রিয়র নেশা বাবার শিল্পকর্ম দেখা এবং মোবাইলে থিমের সঙ্গে নানা মানানসই প্রতিমা তৈরির ভিডিও দেখা। সেই থেকেই মূর্তি তৈরির নেশা তাকে পেয়ে বসে। একমাত্র ছেলেকে উৎসাহ দেন বাবা ও মা প্রিয়া দাস। 
বলরামবাবু বলেন, রথযাত্রার দিন থেকেই আমি প্রতিমার কাঠামো তৈরির কাজে বেরিয়ে যাই। সন্ধ্যায় বাড়িতে এসে দেখি ছেলে সাড়ে তিনফুট উচ্চতার প্রতিমার কাঠামো তৈরি ও খড় বাঁধার কাজ শেষ করে ফেলেছে। এরপর ধাপে ধাপে ছেলে তৈরি করেছে দশভূজার মৃন্ময়ী মূর্তি। ছোট আকারের মূর্তি তৈরির সরঞ্জাম কিনে দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজে ছেলেকে সহযোগিতা করেছি। এখন সে প্রতিমায় শেষ তুলির টান দিতে ব্যস্ত। 
সুপ্রিয় বলে, ছোট থেকেই দেখে আসছি বাবা কীভাবে প্রতিমা বানায় তৈরি করে। সেখান থেকেই আগ্রহ জন্মায়। পরে মোবাইলে প্রতিমা তৈরির ভিডিও দেখে প্রতিমা তৈরির কাজ শুরু করি। পড়াশোনাতেও সে ভালো। স্কুলে এবার সে চতুর্থ হয়েছে। পড়াশুনা, খেলাধূলার পাশাপাশি সমান তালে চলেছে প্রতিমা নির্মাণের কাজ। অবশ্য এর আগে পরপর তিন বছর সে দু’ফুটের দুর্গা প্রতিমা তৈরি করেছিল। কিন্তু প্রথম বছর মন খারাপ হয়ে যায় সুপ্রিয়র। কেউই প্রতিমাটি কিনতে না আসায় বাবাকে বলে, কী হবে! এদিকে বাড়িতে দুর্গাপুজা করা তো আর মুখের কথা নয়। দিন আনা দিন খাওয়া পরিবারটি আতান্তরে পড়ে। তাই গ্রামবাসীরাও চান, সুপ্রিয়র সৃষ্টি স্থান পাক কোনও মণ্ডপে। অবশেষে বলরামবাবু ফেসবুকে ছবি দিয়ে জানায় প্রতিমাটি বিক্রি আছে। সঙ্গে সুপ্রিয়র ছবি। অবশেষে প্রতিমাটি এক হাজার টাকায় কিনে নিয়ে যায় মুরারইয়ের একটি পুজো কমিটি। সেই সঙ্গে তাকে সংবর্ধনা সহ পুরস্কার দেয়। পরের বছর একইভাবে নলহাটির একটি প্রাচীন ক্লাব এই মূর্তি নিয়ে যায়। এবছরও সম্ভবত কোনও মণ্ডপে স্থান পাবে তার প্রতিমা।  -নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা