দক্ষিণবঙ্গ

অমৃতসরের স্বর্ণমন্দির দেখানোর ব্যবস্থা করছে কান্দির ইন্দিরাজি স্পোর্টিং ক্লাব

ইন্দ্রজিৎ কর্মকার, কান্দি: এবার অমৃতসরের স্বর্ণমন্দিরকে সহজে দেখার সুযোগ করে দিতে চলেছে কান্দির ইন্দিরাজি স্পোর্টিং ক্লাব। হুবহু স্বর্ণমন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। পঞ্চমীর দিনেই তা খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য। বিগ বাজেটের এই পুজোয় একসঙ্গে ১০০জন প্রতিমার সামনে দাঁড়াতে পারবেন। এছাড়াও মন্দিরের সামনে জলাশয়ে দাঁড়িয়ে সেলফি তোলারও সুযোগ থাকছে। সব মিলিয়ে পুজোর পাঁচদিন ধরে ক্লাব চত্বর জমজমাট রাখার সব ধরনের চেষ্টা করছে উদ্যোক্তরা। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে মণ্ডপের সামনে মেলাও বসছে।
এবার ওই ক্লাবের পুজো ৩৮ বছরে পা রাখতে চলেছে। প্রতিবছর ক্লাব কর্তৃপক্ষ নতুন থিম ভাবনায় চমক দিয়ে থাকে। এবারও তারা সেরা থিম নিয়ে হাজির হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছে, মণ্ডপটির উচ্চতা ৯২ ফুট। দৈর্ঘ প্রায় ৭০ ফুট। ক্লাবের সামনে অনেকটা এলাকা ফাঁকা রাখা হচ্ছে। সেখানে মেলা বসবে। রকমারি খাবার দোকান, নাগরদোলা থাকছে। ওই চত্বরের একপাশে রাখা হচ্ছে অনুষ্ঠান মঞ্চ। ক্লাবের সম্পাদক সিদ্ধার্থ মণ্ডল বলেন, পুজোর পাঁচদিন জমজমাট অনুষ্ঠান থাকছে। বস্ত্র বিলি করা হবে। উদ্বোধনী ছাড়াও আরও তিনদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
আয়োজকরা জানিয়েছেন, মণ্ডপে ঢোকার মূল গেট দক্ষিণমুখী। তবে বেরনোর পথ পশ্চিমমুখী। মন্দিরের সামনের দিকে জলাশয় থাকছে। ওই জলাশয়ের উপর দিয়ে মন্দিরের প্রবেশপথ রাখা হচ্ছে। প্রবেশ পথ দিয়ে অনবরত ভিতরে ঢোকা যাবে। এছাড়াও লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমেও থাকছে অভিনবত্ব। গুরু গোবিন্দ সিং স্মরণে হাল্কা সুরে বাজতে থাকবে ধর্মীয় সঙ্গীত। ক্লাবের সভাপতি অতীশ চট্টোপাধ্যায় বলেন, পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে স্বর্ণ মন্দিরের মতোই অনুভব করবেন দর্শনার্থীরা। আসল, নকলের পার্থক্য খুঁজে বের করাই মুশকিল হয়ে পড়বে।
ক্লাবের প্রতিমাতেও এবছর চমক দেওয়ার চেষ্টা চলছে। পুজোর পরিচালক গৌরব চট্টোপাধ্যায় বলেন, জেলার মহুলা থেকে এবছর প্রতিমা আনা হবে। প্রতিমা তৈরি করছেন বাঁকা রায়। দেবী দুর্গার উচ্চতা থাকছে ২০ ফুট। অন্যান্য দেবদেবীর উচ্চতা সাড়ে ১৪ ফুট। একসঙ্গে ১০০ জন দাঁড়িয়ে প্রতিমা দর্শন করতে পারবেন। প্রতিমার সামনে ও জলাশয়ের মাঝে সেলফি জোনও থাকছে। পুজো কমিটির কোষাধ্যক্ষ রানা রায় বলেন, এবার পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা। তবে বাজেট বাড়তেও পারে। সব মিলিয়ে আমরা পুজোয় কোনও খামতি রাখতে চাইছি না। দর্শনার্থীদের কাছে স্মরণীয় করে রাখার জন্য সব প্রচেষ্টা চলছে।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা