দক্ষিণবঙ্গ

বিরাট কনভয় নিয়ে রাজ্য সভাপতি, সামগ্রী অপর্যাপ্ত, বন্যা দুর্গতদের ত্রাণ বিলিতেও বিজেপিতে সুকান্ত বনাম ‘দাদা’

নিজস্ব প্রতিনিধি, তমলুক ও সংবাদদাতা, মেদিনীপুর: বন্যা কবলিত পাঁশকুড়ায় দুর্গতদের ত্রাণ বিলিতে বিজেপিতে সুকান্ত বনাম ‘দাদা’র প্রতিদ্বন্দ্বিতা প্রকট হচ্ছে। দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কাজে একটা অদৃশ্য প্রতিযোগিতা চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দুই নেতা পাঁশকুড়ায় পা রাখার সময় আদি-নব্য ফারাকটা প্রকট হচ্ছে। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাঁশকুড়ার মেচগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত কর্মসূচিতে শামিল হন। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ব্লক কনভেনার জগদীশ প্রামাণিকের মতো আদি বিজেপির নেতারা। ২০২১সালে বিধানসভা ভোটের সময় থেকে তাঁরা একেবারে কোণঠাসা। মেচগ্রামে দাদার অনুগামী কোনও বিজেপি নেতাকে দেখা যায়নি।
গত ১৯সেপ্টেম্বর প্রথম পাঁশকুড়ার প্লাবিত এলাকা পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। সেদিন মানুরে দুর্গতদের ক্ষোভের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তারপর ফিরে গিয়ে প্লাবিত এলাকার জন্য ত্রাণসামগ্রী পাঠান। পাঁশকুড়ায় তাঁকে সঙ্গ দিয়েছিলেন বিজেপির আদি গোষ্ঠীর নেতারা। তাঁর পাঠানো ত্রাণসামগ্রীও বিলি বণ্টন করেছেন ওই নেতারাই। এরপর ২০তারিখ প্লাবিত পাঁশকুড়ায় যান ‘দাদা’। তাঁকে সঙ্গ দেন সেখানকার নব্য শিবিরের তরুণ তুর্কি নেতারা। তাঁর নির্দেশে পাঁশকুড়ার বিজেপি নেতা সিন্টু সেনাপতি ঘনিষ্ঠদের নিয়ে বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। এভাবে বিজেপির দুই নেতার উদ্যোগে পাঠানো ত্রাণসামগ্রী দুই গোষ্ঠীর নেতারা এলাকায় পৌঁছে দিচ্ছেন। 
রবিবার প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তবাবু বন্যা পরিদর্শনে ডেবরায় যান। লম্বা কনভয় নিয়ে গেলেও ত্রাণ পেলেন হাতেগোনা কয়েকজন। তাতেও পক্ষপাত হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদে এদিন ডেবরার খাজুরি এলাকায় বিক্ষোভ দেখালেন অনেক বানভাসি। তাঁর সঙ্গে পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পাঁশকুড়ার একঝাঁক বিজেপি নেতা ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী আসার খবরে দুর্গতদের ধারণা ছিল, অনেকের কাছে ত্রাণসামগ্রী পৌঁছবে। কিন্তু, বাস্তবে তা হয়নি। সুকান্তবাবু পাঁশকুড়ার মেচগ্রামের অপর এক কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য দ্রুত বন্যা কবলিত এলাকা ছাড়েন। তিনি চলে যাওয়ার পর দুর্গতরা জড়ো হন। তাঁরা বিক্ষোভে শামিল হন।
ডেবরা ব্লকের কংসাবতী নদী তীরবর্তী গোলগ্রাম ও মলিঘাটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা এখনও প্লাবিত। অনেকে ত্রিপল খাটিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার গোলগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাজুরি গ্রাম পরিদর্শনে যান। বানভাসি ওই গ্রামের অবস্থা শোচনীয়। ত্রাণসামগ্রীর উপর নির্ভর করে দুর্গতদের দিন কাটছে। এদিন এরকম একটি বানভাসি এলাকা পরিদর্শনের জন্য বেছে নিয়েছিলেন সুকান্তবাবু। তিনি দু’-চারজনের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পর পাঁশকুড়ার মেচগ্রামের উদ্দেশে রওনা দেন। তারপর পার্টির লোকজন কয়েকজনের হাতে ত্রাণ তুলে দেন। কিন্তু, সেটা পর্যাপ্ত ছিল না। তাছাড়া, পার্টির লোক বেছে ত্রাণ তুলে দেওয়া হয় বলেও অভিযোগ। এনিয়েই বিক্ষোভ চলে। 
ডেবরায় দুর্গতদের বিক্ষোভ প্রসঙ্গে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন, এদিন কেন্দ্রীয় মন্ত্রী যাওয়ার সময় আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ ছিল। সবাইকে দেওয়া হয়েছে। মন্ত্রী অন্য জায়গায় যাবেন বলে কয়েকজনকে দিয়ে চলে যান। আমাদের কার্যকর্তারা সবার বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিয়েছেন।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা