দক্ষিণবঙ্গ

হকার, ব্যবসায়ীদের মুখে হাসি, থিকথিকে ভিড় পুজোর বাজারে

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আকাশ পরিষ্কার হতেই বীরভূমে পুজোর বাজার জমে উঠল। রবিবার ছুটির দিন জেলাজুড়ে পুজোর বাজার ছিল জমজমাট। এদিন সকাল থেকেই সিউড়ি, বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট শহরের শপিং মল, দোকানগুলিতে থিকথিকে ভিড় লক্ষ্য করা যায়। ক্রেতারা নিজেদের পছন্দমতো জিনিসপত্র হাতে নেড়েচেড়ে কেনেন। জামাকাপড়ের দোকানের পাশাপাশি জুতো, ব্যাগ, সোনার দোকানেও মানুষজন কেনাকাটা করেন। টানা কয়েকদিন বৃষ্টি ও খারাপ আবহাওয়ার পর বাজারে আসতে পেরে খুশি প্রত্যেকেই। জেলাজুড়েই মণ্ডপ তৈরির শেষ পর্বের কাজও চলে জোরকদমে।
টানা কয়েকদিন বৃষ্টিতে মানুষজন বাড়ির বাইরে তেমন বেরতে পারেননি। পুজোর মুখে বাজার মন্দা থাকায় চিন্তায় ছিলেন ব্যবসায়ীরাও। তবে আকাশ পরিষ্কার হতে শুরু করায় পরিস্থিতি বদলাতে থাকে। শনিবার থেকেই শহরের দোকানগুলিতে গ্রামের মানুষের সেই চেনা ভিড় লক্ষ্য করা যায়। বাসে, টোটোয় করে মানুষজন কেনাকাটা করতে আসেন। সিউড়ির কোর্টবাজার, চৈতালি মোড়, মসজিদ মোড়ের কাপড়ের দোকান ও শপিং মলগুলিতে প্রচুর ক্রেতার ভিড় দেখা যায়। সেকারণে রাস্তায় যানজট ছিল। ভিড়ের চাপে টোটো, বাইক রাস্তার উপর রাখতে বাধ্য হন অনেকে। 
বিশেষ ছাড় দেওয়ায় পুজোতে নতুন মোবাইল কিনতে অনেকেই দোকানে হাজির হন। সবচেয়ে বেশি ভিড় দেখা যায় প্রসাধনীর দোকানগুলিতে। বাহারি গয়না, বিভিন্ন প্রসাধনী, ক্রিম, নেলপালিশ সহ মেয়েদের রূপসজ্জার জিনিসপত্র কিনতে দেখা যায় লাইন দিয়ে। বোলপুরের চৌরাস্তা বিকেলের পর কার্যত স্তব্ধ হয়ে যায়। একইভাবে পাঞ্জাবির দোকানগুলির ভিড় ছিল চোখে পড়ার মতো। পুজোয় কমবয়সি যুবকরা যে পাঞ্জাবির দিকে ঝুঁকছে তা এই কেনাকাটার ধুম দেখেই আন্দাজ করা যায়। 
আশপাশের গ্রামগুলি থেকে বহু মানুষ এদিন রামপুরহাট শহরের কাপড়ের দোকানগুলিতে ভিড় করেন। সিউড়ির বাসিন্দা টিনা মণ্ডল বলেন, মহালয়ার আগে এটাই শেষ ছুটি। সেকারণে প্রত্যেকেই পুজোর কেনাকাটা করে নিতে বেরিয়েছেন। কেউ কেউ জামা, প্যান্ট বদলাতে এসেছিলেন দেখলাম। অনেকে ম্যাচিং কালারের জামা, প্যান্ট খোঁজ করছেন। শপিং মলে কেনাকাটা সেরে দোকানগুলিতে যাচ্ছেন। বাজারে এসে কেনাকাটার সঙ্গে খাওয়াদাওয়া করলাম। বড় দোকানগুলির বাইরে ঢাক বাজছে। পুজো পুজো আমেজ বোঝা যাচ্ছে। সিউড়ির একটি নামী শপিং মলের কর্মী সৌরভ ঘোষ বলেন, টানা বৃষ্টির পর ছুটির দিন বহু মানুষ কেনাকাটা করতে পারলেন। সিউড়িতে গ্রাম, শহর সব জায়গা থেকেই মানুষজন আসছেন। অনলাইন যতই থাকুক, হাতে নেড়ে জিনিসপত্র কেনার প্রতি প্রত্যেকেরই আগ্রহ রয়েছে। বোলপুরের শাড়ি ব্যবসায়ী দেবরাজ চট্টোপাধ্যায় বলেন, এমনিতেই শাড়ির অর্ডার সারা বছরই থাকে। পুজোর সময় বাজার আরও ভালো হবে এই আশাতে থাকি। লোকজন এসে ভিড়ের মধ্যে কিনে নিয়ে যাচ্ছেন এটাই এখন আশার আলো। তবে গতবারের চেয়ে বাজার কিছুটা কম। এখনও পুজোর বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। আশা রাখছি আগামী কয়েকদিন ভালো বিক্রি হবে। মা আমাদের দিকেও একটু মুখ তুলে তাকাবেন।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা