উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
দারুণ অগ্নিবাণেরে...
সূর্যদেবের রক্তচক্ষু আর পবনদেবের আর্দ্রতা মিলেমিশে অসহ্য করে তুলেছে গ্রীষ্মের পরিবেশ। এই দীর্ঘ দগ্ধদিনে একটু শীতলতার আশায় যদি চলে যাওয়া যায় কোনও পাহাড়ী আস্তানায়, কেমন হয়? বরফের রাজ্যে হিমশীতল হাওয়া গায়ে মেখে দু’চারটে দিন একটু নিশ্চিন্তে কাটানো যায়। অবশ্যই সঙ্গে থাকবে স্টাইল। কথাগুলো বলছিলেন স্টাইলিস্ট রজত। যেমন কথা তেমন কাজ। দুই মডেল সোনাল ও রাজ, দুই ডিজাইনার ঈশান ও সোমা, ফোটোগ্রাফার আকাশকে নিয়ে মেকআপ আর্টিস্ট কৌশিক ও স্টাইলিস্ট রজত পৌঁছে গিয়েছিলেন নর্থ সিকিমের এক বরফ-রাজ্যে। গুরদোংমার যাওয়ার পথে চীন সীমান্তের গায়ে এই বরফ-রাজ্য। প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে তার সবটুকু এই পাহাড়ী পথে। শ্বেতশুভ্র পর্বতচুড়োয় যখন তেরছাভাবে এসে পড়ত প্রথম সূর্যের নরম আলো তখনই শুরু হত ফটোশ্যুট। স্পট বাছাই করার কোনও ব্যাপার নেই। প্রতিটি জায়গাই তার স্বর্গীয় শোভা নিয়ে দাঁড়িয়ে ছবির অপেক্ষায়।
তৃষ্ণা আমার বক্ষ জুড়ে...
হঠাৎ করে এমন বরফ-রাজ্যে ফোটোশ্যুট কেন? মেকআপ আর্টিস্ট কৌশিক বললেন, শিল্পীদের সবসময়ই নতুন কিছু করার তৃষ্ণা থাকে। আর এই তৃষ্ণা মেটাতেই পাহাড় পাড়ি দেওয়ার পরিকল্পনা। পরিকল্পনা পূরণে পুরো টিমকেই প্রচুর কষ্ট করতে হয়েছে। শ্যুটের আগের দিন মাঝরাতে উঠে মেকআপ করাতে বসতেন কৌশিক। রাতে রিসর্টে আলো জ্বলত না। মোমের আলোয় শেষ করতে হত রূপটান। রিসর্ট থেকে শ্যুটিংস্পট পৌঁছতে তিন-চারঘণ্টা লাগত। পোশাকের সঙ্গে সঙ্গে মেকআপ, হেয়ারস্টাইল বদল করতে গিয়ে হাত জমে যেত ঠান্ডায়। মনে পড়ে যেত পুরানো হিন্দি ফিল্মের গানের দৃশ্যগুলোর কথা। সিমলা, কাশ্মীর, দার্জিলিং বা হিমাচলের কোনও বরফ-রাজ্যে রাজেশ খান্না-শর্মিলা ঠাকুর বা শাম্মী কাপুর-আশা পারেখ মনের আনন্দে নাচাগানা করছেন সীমিত বেশবাসে। বলা যেতে পারে মনের গভীরে থাকা সেই দৃশ্যগুলোই এই ফোটোশ্যুটের অনুপ্রেরণা—হাসতে হাসতে বললেন কৌশিক।
এসো শ্যামল, সুন্দর...
একদিকে নীল আকাশ ছুঁয়ে বরফঢাকা পাহাড়, অন্যদিকে সবুজ বনানীর মনোরম সৌন্দর্য। এমন পরিবেশে চড়া মেকআপ, অতিরিক্ত গয়নাগাটি বা গাঢ়রঙের জমকালো শাড়ি মানায় না। তাই কৌশিক যেমন মেকআপে একেবারে নর্মাল লুক রেখেছেন সেইরকম শাড়ির ডিজাইনার সোমা ভট্টাচার্যও খুব সোবার শেডের হালকা ফ্যাব্রিকের শাড়ি তৈরি করেছেন। পুরুষ-পোশাকের ক্ষেত্রেও ঈশান একই টোন মেনটেন করেছেন। শুধু কাটের তারতম্যে, প্রিন্টের ব্যবহারে আর ইন্দো-ওয়েস্টার্ন প্যাটার্নের মিলমিশে পাঞ্জাবি অন্য মাত্রা পেয়েছে। স্টাইলিস্ট রজত জানালেন, শাড়ির মেটেরিয়াল হালকা নেট আর অরগ্যাঞ্জা। তাই ব্লাউজ আর ড্রেপিংয়ে নতুনত্ব আনার চেষ্টা করেছেন।
প্রখর তপনতাপে...
মেকআপ আর্টিস্ট-স্টাইলিস্ট কৌশিক-রজত জানালেন, শুধু ফ্যাশন ফোটোশ্যুটের জন্যই নয়, এখন প্রি-ব্রাইডাল ফোটোশ্যুটের জন্যও অনেকে যাচ্ছেন বরফরাজ্যে। সকলের পক্ষে তো আর সুইজারল্যান্ড যাওয়া সম্ভব নয়। তাই ঘরের পাশে দার্জিলিং, সিকিম হয়ে উঠছে ফটোশ্যুটের ঠিকানা। শুধু তাই নয়, বলিউড তারকাদের ডেস্টিনেশন ওয়েডিং দেখে ইয়াং জেনারেশনের অনেকেই সেই পথে পা বাড়াচ্ছেন। প্রচণ্ড গরমে ঘামতে ঘামতে বিয়ে করার থেকে পাহাড়চুড়োয় বিয়ের আসর বসানো ঢের আরামদায়ক। অতিথিরাও যেতে প্রস্তুত। একসঙ্গে রথ দেখা আর কলা বেচা— বিয়ে দেখা আর বেড়ানো, মন্দ কি?