উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
ছবির কাহিনী সম্পর্কে পরিচালক শগুফতার থেকে জানা গেল যে আমির অল্প বয়সি এক ট্যাক্সি ড্রাইভার। ট্যাক্সি চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে সে তার জীবিকা নির্বাহ করে। বন্ধুরা তাকে বিয়ে করার পরামর্শ দেয়। এরপর পরী নামে এক সাদাসিধে, লাজুক, অনাথ মেয়েকে প্রথম দেখে আমির প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনযাপন ভালো ভাবে শুরু হলেও হঠাৎই পরী নিখোঁজ হয়ে যায়। এরপর হন্যে হয়ে আমির তার স্ত্রী পরীকে খুঁজে বেড়ায়। অনেক খোঁজার পর হঠাৎ একদিন হোটেলের বাইরে পরীকে পড়ে থাকতে দেখে আমির চমকে ওঠে। পরীর সঙ্গে কী ঘটে? তার এই পরিণতির জন্য দায়ী কে বা কারা তা জানতে হলে ছবিটি দেখতে হবে।
আমির ও পরীর ভূমিকায় যথাক্রমে দেখা যাবে যশ ও মিমিকে। অন্য শিল্পীরা হলেন শতাফ ফিগার, রাজদীপ গুপ্ত, বাদশা মৈত্র, শঙ্কর চক্রবর্তী প্রমুখ।
পরী ওরফে মিমির সাজপোশাক সম্পর্কে স্টাইলিস্ট তথা কসটিউম ডিজাইনার জয়ন্তী বলেন, পরী যেহেতু একটি মুসলিম মেয়ে তাই তার সাজপোশাকে সেই ছাপ রয়েছে। সারা ছবিতে তাঁকে তাই কটনের চিকনকারি সালোয়ার কামিজে দেখা যাবে। এর সঙ্গে রয়েছে দোপাট্টা, কখনও আবার দোপাট্টায় সরু লেস বর্ডারও আছে। নাকে রয়েছে নোস পিন, চোখে ডিপ করে কাজল পরা, হাত ভর্তি কাচের চুড়ি, পায়ে জুতি। তবে বিয়ের দৃশ্যে তাঁকে সারারা-র সঙ্গে কুন্দনের জুয়েলারিতে দেখা যাবে। তাঁর পোশাকের কালার প্যালেট ইয়ালো, পিংক, মেরুন ইত্যাদি খুব ব্রাইট। এছাড়াও তাঁর একটি ম্যাডোনা ফিল লুকও ছবিতে রয়েছে। ওই লুকে তাঁকে ডার্ক কালারের স্রাগ, লেগিংস, লেদারের জ্যাকেট, প্যান্ট, হাই অ্যাঙ্কেল বুটসে দেখা যাবে। বেশ কিছু পোশাকে নেটের ব্যবহার আছে। চুলের ক্ষেত্রে পিংক কালারের উইগ তিনি ব্যবহার করেছেন।
আমির অর্থাৎ যশকে ট্যাক্সি ড্রাইভারের ইউনিফর্মে দেখা যাবে। যখন আমির ট্যাক্সি চালায় না তখন ব্লু, ব্ল্যাক, গ্রে কালারের স্লিমফিট ডেনিমের সঙ্গে চেকস শার্টে তিনি নিজেকে ধরা দিয়েছেন। শার্টের চেকসের কালার প্যালেট রেড ও ব্ল্যাক অথবা ব্ল্যাক ও হোয়াইট কিংবা ব্ল্যাক ও ব্লু ইত্যাদি। তবে তাঁর পোশাকের কালার প্যালেট বেশির ভাগ আদি টোনের যেমন— ব্ল্যাক, হোয়াইট, মেরুন, ব্রাউন ইত্যাদি। বেশিরভাগ ক্ষেত্রে তিনি পায়ে লোফারস পরেছেন। তবে বিশেষ কয়েকটি দৃশ্যে তাঁকে লেদার জ্যাকেট ও হাই অ্যাঙ্কেল বুটসে দেখা যাবে। বিয়ের দৃশ্যে যশকে হোয়াইট শেরওয়ানিতে দেখা গিয়েছে।
যশকে ছবিতে সিম্পল হেয়ার স্টাইলে দেখা গিয়েছে, কোনও স্পাইক নেই। মিমিকে অবশ্য আউটকার্ল খোলা চুলে বেশিরভাগ সময় গেলেও বিয়েতে তাকে বাঁধা চুলের সঙ্গে গোলাপ ফুল দেওয়া হেয়ার স্টাইলে দেখা গিয়েছে বলে শোনা গেল জয়ন্তীর কাছ থেকে।
ক্যামেরায় রবি ওয়ালিয়া, তিনি বলিউডে মার্ডার ২, রাজ ২-তে চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছেন।
সম্পাদনায় সংলাপ ভৌমিক
সুর দিয়েছেন ডাব্বু ও লিনকন। গানের কথা প্রসেনের।
ছবিতে অভিনেত্রী মিমি ‘কেন যে তোকে’ গানটি নিজের কণ্ঠে গেয়েছেন।
নিবেদন করেছেন শ্রীকান্ত মোহতা।
এই ছবিটি প্রযোজনা করেছে এস ডি এফ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।