Bartaman Patrika
চারুপমা
 

যুগলে বর্ষ আবাহন

পুরনো বছরের সব মালিন্য মুছে ফেলে নতুন পরিকল্পনায় নতুন সাজে নতুন বছরকে সমৃদ্ধ করে তোলার শুভক্ষণ বৈশাখের প্রথম দিনটি। কেমন সাজে নতুন বছরকে বরণ করবেন জানাচ্ছেন টেলি দুনিয়ার জনপ্রিয় জুটি ভাস্বর চট্টোপাধ্যায় ও সোনালি চৌধুরী। বর্ণনায় সোমা লাহিড়ী।

বন্ধুত্বের ২১ যাপন
টেলি দুনিয়ার বিখ্যাত জুটি সোনালি আর ভাস্বর। শুধু স্ক্রিনেই নয়, বাস্তব জীবনেও তাঁরা খুব বন্ধু। ভাস্বর বললেন, আর হবে নাই বা কেন? ১৯৯৮ সালে ‘কনকাঞ্জলি’ মেগা ধারাবাহিকের প্রথম শট দেওয়ার সময় আলাপ সোনালির সঙ্গে। খুব ভালো মেয়ে সোনালি। মজাদার আড্ডাবাজ হেল্পফুলও। আসলে আমাদের বন্ধুত্বের সম্পর্কে কখনও কোনও স্বার্থ আসেনি বলেই...। ভাস্বরের মুখের কথা কেড়ে নিয়ে সোনালি বললেন, একদম ঠিক বলেছে ভাস্বর। স্বার্থই সম্পর্ক নষ্ট করে। স্বার্থের বন্ধুত্ব এক’দু বছরের বেশি টেঁকে না। আমাদের দু’জনের বন্ধুত্বের একুশ বছরটা আজ বর্তমান চতুষ্পর্ণীর সঙ্গেই সেলিব্রেট করছি আমরা।
জি বাংলায় টানা দশ বছরেরও বেশি সময় ধরে একের পর এক মেগা ধারাবাহিকে হিরো-হিরোইনের রোল করে গিয়েছেন ভাস্বর-সোনালি। খেলা, অসম্ভব, কী আশায় বাঁধি খেলাঘর, অগ্নিপরীক্ষা ইত্যাদি ধারাবাহিকে একের পর এক জুটি বেঁধেছেন। প্রায় প্রতিটি মেগাই হাজার এপিসোড পার করেছে। এছাড়াও প্রচুর টেলিফিল্মেও তাঁরা নায়ক-নায়িকার ভূমিকায় কাজ করেছেন। ‘আমার পৃথিবী’ ছবিতেও তাঁদের জুটিকে দেখেছেন দর্শক। এই মুহূর্তে স্টার জলসায় ‘বাজলো তোমার আলোর বেণু’ ধারাবাহিকে আবার জুটি বেঁধেছেন ভাস্বর-সোনালি।
সোনালি বললেন, দু’জনের পরিবারই জানে আমাদের এই অমলিন বন্ধুত্বের কথা। আমরা সময় সুযোগ পেলেই আড্ডা মারি। ভাস্বরের কাছে ইন্ডাস্ট্রির হাঁড়ির খবর থাকে। ওকে খুঁচিয়ে জিজ্ঞেস করি। পিএনপিসি করতে কার না ভালো লাগে? ভাস্বর মিষ্টি হেসে বললেন, গসিপ বলার মধ্যেও কিন্তু একটা মজা থাকে। তাই সোনালি শুনতে চাইলেই মনের আনন্দে বলতে থাকি।
এমন মজায় আনন্দে কাটুক দু’জনের বন্ধুত্বের সফর— এই কামনা রইল।

নববর্ষের সকালের সাজ
‘এসো হে বৈশাখ এসো এসো... গুনগুন করতে করতে সোনালি ঢুকলেন আমাদের স্টুডিওর সাজঘরে। সাদা খাদি কটনের পাঞ্জাবিটা দেখেই হই হই করে উঠলেন ‘দ্যাখ ভাস্বর তোর জন্য এক্কেবারে নববর্ষ স্পেশাল ক্যাজুয়াল এনেছেন দিদি।’ ভাস্বর নিজের পাঞ্জাবির দিকে নজর বুলিয়ে হাত বাড়াল হলুদরঙা কটন হ্যান্ডলুমটির দিকে। ‘আর তোর জন্য দিদি আনেননি বুঝি! এই প্রজাপতি ওড়ানো হলুদ শাড়িটা তো তোর নববর্ষের সকালের সাজের জন্য এসেছে।’ দু’জনের খুনসুটির মাঝে এগিয়ে চলল ফটোশ্যুট।
সোনালির কটন হ্যান্ডলুমটি দেখতে বেশ অন্যরকম। চিকনের কারুকাজে সারা জমিতে নীল প্রজাপতির ওড়াউড়ি। শাড়িটি ‘ডালিয়া ফ্যাশন’ বুটিক থেকে নেওয়া। ডিজাইনার অরিত্র দত্ত জানালেন, এটাই তাঁর এবারের নববর্ষ স্পেশাল। শুধু প্রজাপতিই নয়, ফুল, পাতা, কলকা, শঙ্খ এমন নানা মোটিফে সাজানো হয়েছে চিকনকারি হ্যান্ডলুমকে। এছাড়া হ্যান্ডলুমে নতুন ধরনের উইভিংয়ে কিছু শাড়ি করানো হয়েছে। কটন রেশম ঢাকাইতেও নতুনত্ব আনা হয়েছে। জিওমেট্রিক বুটি, অরনামেন্টাল পাড় আঁচলের রেশম ঢাকাইটি বেশ সুন্দর।
ভাস্বরের পাঞ্জাবিটি দক্ষিণাপণের ‘রাই’ থেকে নেওয়া। ডিজাইনার সোমা জানালেন, নববর্ষ হোক বা বাংলার কোনও বিশেষ উৎসব, ছেলেরা চান ক্যাজুয়াল অথচ ট্র্যাডিশনাল পোশাক। পাঞ্জাবি এমনই একটা পোশাক যা ট্র্যাডিশনাল লুক চাইলে আলিগড়ি বা ধুতির সঙ্গে টিম আপ করা যায়। আবার ক্যাজুয়াল লুক চাইলে জিনসের সঙ্গে চাপিয়ে নিলেই হল। ‘রাই’ বুটিকে অবশ্য ক্যাজুয়াল পাঞ্জাবির সম্ভারই বেশি।

নববর্ষের সন্ধের সাজ
নতুন বছরের সূর্য সদ্য অস্ত গিয়েছে। আকাশ তখনও কুসুম রঙে রঞ্জিত। উত্তাপ ছাপিয়ে বিকেলের বৈশাখী হাওয়া বইতে শুরু করেছে। এমন রোমান্টিক মুহূর্তে দু’জনে গোধূলির লালিমায় সজ্জিত হতে প্রাণ চায়। তাই ভাস্বর ও সোনালি হাত বাড়িয়েছেন কমলার দিকে। আমাদের নববর্ষের সম্ভার থেকে সোনালির জন্য কমলা রঙের র-সিল্কটি বেছে দিলেন ভাস্বর। আর ভাস্বরের ধুতি-পাঞ্জাবি যে সোনালি বেছে দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। দু’জনে রং মিলান্তি সাজে সেজে উঠতে পেরে ভারী খুশি।
সোনালির শাড়িটি অন্ধ্রের কোরা র-সিল্ক। অন্ধ্রের কাঁকিনাড়া অঞ্চলের তাঁতশিল্পীরা এই শাড়ি বোনেন বলে জানা গেল। বেশিরভাগ শাড়িরই আঁচলটা রেশম ও জরির জমকালো কাজ করা। জমিতে বড় বুটি আর প্রতিটি শাড়ির পাড়ে অভিনবত্ব রয়েছে। কোনওটা চেক, কোনওটা স্ট্রাইপ, কোনওটা আবার প্লেন ভেলভেট টাইপ। নববর্ষের সন্ধেবেলা এমন একটা শাড়ি পরে চলে যেতে পারেন বিশেষ কোনও অনুষ্ঠানে। শাড়িটি ‘বেনারসি টেক্সটোরিয়াম’ থেকে নেওয়া। এখানে এক্সক্লুসিভ ডিজাইনের দক্ষিণ ভারতের সিল্ক শাড়ি পাবেন। জরি ও রেশম সুতোর জমজমাট কারুকাজ করা আঁচলের পিওর কাঞ্চিপুরম সিল্ক, জরির তেরছা স্ট্রাইপে তৈরি সিল্ক ওপারা, প্রিন্টেড মাইশোর সিল্ক উল্লেখযোগ্য।
নববর্ষের সন্ধেবেলা বাঙালিবাবুর সাজে সাজতে কার না মন চায়? ভাস্বরের জন্য সোনালি যে ধুতি-পাঞ্জাবি সেটটা বেছে দিয়েছে সেটি ‘শ্রীগোপাল পাঞ্জাবি মহল’ থেকে নেওয়া। ডিজাইনার তপন দাস জানালেন, এবার ছেলেরা লাল, কমলা, ম্যাজেন্টা, গোল্ডেন ইয়েলো ইত্যাদি ব্রাইট রঙের পাঞ্জাবির দিকে বেশি হাত বাড়াচ্ছেন। গোল গলা সাইড বাটন পাঞ্জাবি এবারের নববর্ষের স্পেশাল। ধুতির ক্ষেত্রে কটন সিল্কের রেডি টু ওয়্যার ধুতিই চাইছেন এ প্রজন্মের ক্রেতারা। ব্লক প্রিন্টেড, গোল্ড প্রিন্টেড ও এমব্রয়ডারি করা ধুতি, পাঞ্জাবির সঙ্গে কনট্রাস্ট ম্যাচিং করে পরলে নববর্ষের সাজ জমে যাবে।
13th  April, 2019
ফ্যাশন ডেস্টিনেশন
পাহাড়চুড়ো

দারুণ অগ্নিবাণে যখন প্রাণ ওষ্ঠাগত তখন ফ্যাশন ফোটোশ্যুটের উদ্দেশে বরফরাজ্যে পাড়ি দিলেন মেকআপ আর্টিস্ট-স্টাইলিস্ট কৌশিক-রজত। পাহাড় মানেই পশ্চিমী পোশাক এই ধারণা ভ্রান্ত প্রমাণ করতে তাঁরা বেছে নিলেন শাড়ি আর পাঞ্জাবি। উত্তর সিকিমের চীন সীমান্তের কাছে কীভাবে ফোটোশ্যুট হল তার গল্প শোনাচ্ছেন সোমা লাহিড়ী।
বিশদ

20th  April, 2019
চরিত্র যেমন সাজ তেমন 

শতাব্দীর প্রাচীন কালীঘাট মন্দিরের অজানা ইতিহাসকে নিয়ে ধারাবাহিক মহাতীর্থ কালীঘাট সান বাংলা চ্যানেলে প্রতিদিন সন্ধে ৬টায় সম্প্রচারিত হচ্ছে। বাংলা টকিজ প্রযোজিত এই ধারাবাহিকের কাহিনী ও ভাবনা সৌম্য পাকড়াশী ও সৌভিক চক্রবর্তীর। শতাব্দীর প্রাচীন কালীঘাট মন্দিরের অজানা ইতিহাসকে নিয়ে ধারাবাহিক মহাতীর্থ কালীঘাট সান বাংলা চ্যানেলে প্রতিদিন সন্ধে ৬টায় সম্প্রচারিত হচ্ছে। বাংলা টকিজ প্রযোজিত এই ধারাবাহিকের কাহিনী ও ভাবনা সৌম্য পাকড়াশী ও সৌভিক চক্রবর্তীর।
বিশদ

13th  April, 2019
বাংলার তাঁতে বর্ষবরণ 

আসছে ১৪২৬। বাংলার নতুন বছরকে স্বাগত জানতে সেজে উঠুন বাংলার ঐতিহ্যবাহী তাঁতবস্ত্রে। অভিনেত্রী সৌমিলী বিশ্বাস সেজেছেন তাঁর প্রিয় বাংলার তাঁতের শাড়িতে। বর্ণনায় সোমা লাহিড়ী। 
বিশদ

06th  April, 2019
 চৈত্র দিন চৈত্র রাত

 দখিনা বাতাস যতই উথাল পাথাল করুক ধরিত্রী তবু সূর্যদেবের উত্তাপের সঙ্গে যেন পাল্লা দিতে পারে না। তাই চৈত্রের দিন হোক বা রাত, সাজে চাই স্নিগ্ধতার পরশ। আজ অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় সেজেছেন তেমনই স্নিগ্ধ সাজে। সাজের বর্ণনা দিচ্ছেন সোমা লাহিড়ী।
বিশদ

30th  March, 2019
ফলে রূপ বৃদ্ধি

১. যাঁদের ত্বক স্বাভাবিক তাঁরা ৬ চামচ কলার পেস্টের সঙ্গে ২ চামচ মধু ও একটু ময়দা মিশিয়ে মুখ, গলা, ঘাড় ও হাতে লাগাতে পারেন।২. যাঁদের খুব শুষ্ক ত্বক তাঁরা ৬-৭ চামচ কলার পেস্ট, ২ চামচ দুধের সর ও একটু ময়দা মিশিয়ে লাগাবেন। চল্লিশ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বক মোলায়েম ও উজ্জ্বল হবে। বিশদ

30th  March, 2019
চরিত্র যেমন সাজ তেমন  

২১ মার্চ মুক্তি পেয়েছে যশ, মিমি জুটির ছবি মন জানে না। ছবির কাহিনী ও পরিচালনা শগুফতা রফিকের। যশ, মিমির পোশাক পরিকল্পনার দায়িত্বে আছেন জয়ন্তী সেন। খবরে চৈতালি দত্ত। 
বিশদ

23rd  March, 2019
আনন্দ বসন্ত সমাগমে

বসন্ত মানেই উৎসব আর আনন্দ। আনন্দ দিনে সাজও হওয়া চাই উজ্জ্বল বর্ণময়। আজ অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় সেজেছেন বসন্ত উৎসবের সাজে। বর্ণনায় সোমা লাহিড়ী।
বিশদ

23rd  March, 2019
স্বভূমিতে ফ্যাশন শো

ইন্দো-ব্রিটিশ স্কলারস অ্যাসোসিয়েশন এবং জে ডি বিড়লা ইনস্টিটিউটের যৌথ প্রয়াসে স্বভূমিতে একটি ফ্যাশন শো হয়ে গেল। মূলত দারিদ্র্য সীমার নীচে থাকা ছাত্র-ছাত্রীদের উন্নতিকল্পে চ্যারিটির জন্য এই ফ্যাশন শো করা হয়েছিল।
বিশদ

23rd  March, 2019
চরিত্র যেমন, সাজ তেমন

অঙ্কিত আদিত্য পরিচালিত ছবি তাই কারি গতকাল মুক্তি পেয়েছে। এই ছবির পোশাক পরিকল্পনার দায়িত্বে আছেন জয়ন্তী সেন ও সন্দীপ জয়সওয়াল। খবরে চৈতালি দত্ত। বিশদ

16th  March, 2019
লাগলো যে দোল 

 আসছে রঙিন হওয়ার দিন। দোল উৎসবের আগমন বার্তা ধ্বনিত হচ্ছে আকাশে-বাতাসে আর শাড়ির জমিনে। ডিজাইনার আর বুননশিল্পীরা নানান রং নিয়ে খেলছেন বসন্তের আনন্দ মরশুমে। আজ অভিনেত্রী অঞ্জনা বসুর শাড়ি-সাজে সেই রঙিন বসন্তেরই আবাহন। লিখেছেন সোমা লাহিড়ী।
বিশদ

16th  March, 2019
বসন্ত জাগ্রত দ্বারে

বসন্ত মানেই রং আর রং। লাল নীল হলুদ সবুজ গোলাপি বেগুনি মিলেমিশে একাকার। ডিজাইনারদের বসন্ত সম্ভারে তেমনই রং খুঁজে পেলেন সোমা লাহিড়ী। বিশদ

09th  March, 2019
চরিত্র যেমন, সাজ তেমন

অঙ্কিত আদিত্য পরিচালিত ছবি তাই কারি গতকাল মুক্তি পেয়েছে। এই ছবির পোশাক পরিকল্পনার দায়িত্বে আছেন জয়ন্তী সেন ও সন্দীপ জয়সওয়াল। খবরে চৈতালি দত্ত।
বিশদ

02nd  March, 2019
 মেহেন্দি লগাকে রাখনা

শ্যাওলারঙা মেহেন্দির ভিজে সুগন্ধ প্রকৃতই বিয়ের বার্তা বয়ে আনে। খানিকটা প্রজাপতির মতোই রূপকধর্মী এই মেহেন্দিও। আইবুড়ো ভাত, আশীর্বাদ এই শব্দগুলোর সঙ্গে সঙ্গে মেহেন্দি, সঙ্গীত এই শব্দগুলোর এখন অবাধ প্রবেশ বাঙালি বিয়ের আসরে। বেশ কয়েক বছর ধরেই মেহেন্দি অবাঙালি গণ্ডি ছাড়িয়ে বাঙালি চত্বরে প্রবেশ করেছে এবং নিঃসন্দেহে বেশ পাকাপাকি জায়গা করে নিয়েছে। বিশদ

02nd  March, 2019
তিন কন্যার বসন্ত সাজ

তিন অভিনেত্রী আজ সেজেছেন তাঁদের পছন্দের বসন্ত সাজে। শাড়ি, গয়না, মেকআপ আর হেয়ারস্টাইলে বসন্তের পদধ্বনি ধ্বনিত। বর্ণনায় সোমা লাহিড়ী। বিশদ

02nd  March, 2019
একনজরে
সংবাদদাতা, রামপুরহাট: সোমবার ভোরে সকলের নজর এড়িয়ে তারাপীঠে তারা মায়ের মন্দিরে পুজো দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্ভবত গুণগ্রাহীদের নজর এড়াতে টুপি পরে, চাদরে মুখ ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় রিগিং করতে পারছেন না। জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও সুদৃঢ পদক্ষেপ দিদির রিগিং প্রক্রিয়ায় বড়সড় আঘাত হেনেছে। ...

 জিয়াং (চীন), ২২ এপ্রিল: এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারতের প্রত্যাশা বেশি ওলিম্পিক ব্রোঞ্জ জয়ী সাক্ষী মালিক ও বিশ্বের একনম্বর বজরং পুনিয়াকে ঘিরে। মঙ্গলবার থেকে এই প্রতিযোগিতা ...

নোৎরদমের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, প্রায় ৫২ একরের ওক গাছের জঙ্গল কেটে সাফ করে বানানো হয়েছিল এই গির্জা। অন্দরসজ্জার মূল কাঠামো তৈরি করতে লেগেছিল অন্তত ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব বই দিবস
১৬১৬ -ইংরেজী সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ও সাহিত্যিক উইলিয়াম শেক্সপীয়রের জন্ম
১৯৪১ - বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী রে টমলিনসনের জন্ম
১৯৬৯: অভিনেতা মনোজ বাজপেয়ির জন্ম
১৯৯২: সত্যজিৎ রায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৯৫ টাকা ৭০.৬৪ টাকা
পাউন্ড ৮৯.০৮ টাকা ৯২.৩৬ টাকা
ইউরো ৭৬.৯৮ টাকা ৭৯.৯৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩১, ৯৯৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০, ৩৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩০, ৮১০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭, ৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭, ৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
21st  April, 2019

দিন পঞ্জিকা

৯ বৈশাখ ১৪২৬, ২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, চতুর্থী ১৪/৩৫ দিবা ১১/৪। জ্যেষ্ঠা ৩০/৫ অপঃ ৫/১৬। সূ উ ৫/১৪/২০, অ ৫/৫৫/৫৪, অমৃতযোগ দিবা ৭/৪৫ গতে ১০/১৮ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৫ মধ্যে। রাত্রি ৬/৪১ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১২ মধ্যে পুনঃ ১/২৭ গতে ২/৭ মধ্যে, বারবেলা ৬/৪৯ গতে ৮/২৪ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৫ মধ্যে, কালরাত্রি ৭/২০ গতে ৮/৪৫ মধ্যে।
৯ বৈশাখ ১৪২৬, ২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, চতুর্থী ২০/১৭/২৩ দিবা ১/২১/৪৫। জ্যেষ্ঠানক্ষত্র ৩৫/৫৫/৫৪ রাত্রি ৭/৩৭/১০, সূ উ ৫/১৪/৪৮, অ ৫/৫৭/১২, অমৃতযোগ দিবা ৭/৪০ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৩/২৭ গতে ৫/১১ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২৩ গতে ২/৫১ মধ্যে, বারবেলা ৬/৫০/৬ গতে ৮/২৫/২৪ মধ্যে, কালবেলা ১/১১/১৮ গতে ২/৪৬/৩৬ মধ্যে, কালরাত্রি ৭/২১/৫৪ গতে ৮/৪৬/৩৬ মধ্যে।
১৭ শাবান
এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: শত্রু বশ মানতে বাধ্য হবে। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে

বিশ্ব বই দিবস১৬১৬ -ইংরেজী সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ...বিশদ

07:03:20 PM

আইপিএল: সিএসকের সামনে ১৭৬ রানের টার্গেট খাড়া করল সানরাইজার্স হায়দরাবাদ  

09:37:59 PM

 আইপিএল: হায়দরাবাদ ৯১/১ (১০ ওভার)

08:50:51 PM

গুরদাসপুরে সানি দেওলকে প্রার্থী করল বিজেপি 

08:08:03 PM

টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠাল সিএসকে 

07:36:29 PM