Bartaman Patrika
চারুপমা
 

ফলে রূপ বৃদ্ধি

বিভিন্ন ফল দিয়ে কীভাবে ত্বক ও চুলের যত্ন নেওয়া যায় তার ৩০টি উপায় বাতলেছেন রূপ বিশেষজ্ঞ গৌরী বোস।

১. যাঁদের ত্বক স্বাভাবিক তাঁরা ৬ চামচ কলার পেস্টের সঙ্গে ২ চামচ মধু ও একটু ময়দা মিশিয়ে মুখ, গলা, ঘাড় ও হাতে লাগাতে পারেন।
২. যাঁদের খুব শুষ্ক ত্বক তাঁরা ৬-৭ চামচ কলার পেস্ট, ২ চামচ দুধের সর ও একটু ময়দা মিশিয়ে লাগাবেন। চল্লিশ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বক মোলায়েম ও উজ্জ্বল হবে।
৩. যাঁদের চুল শুষ্ক ও রুক্ষ তাঁদের জন্য কলা আর দুধের প্যাক খুব ভালো। চুলের গোড়ায় প্রথমে তেল লাগিয়ে নিতে হবে। তারপর কলা ভালো করে চটকে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে একটু পাতলা গোলা তৈরি করতে হবে, এতে ১ চামচ তেল মিশিয়ে নিতে হবে। তারপর চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত এই গোলা ভালো করে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিতে হবে। চল্লিশ মিনিট রেখে শ্যাম্পু করে নিতে হবে। এতে চুলের রুক্ষতা কমবে।
৪. যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা শশার প্যাক লাগালে উপকার পাবেন। শশা গ্রেটারে ঘষে পাল্প তৈরি করে নিতে হবে। তার সঙ্গে ২ চামচ কেওলিন পাউডার মিশিয়ে প্যাক তৈরি করে লাগাতে হবে। কুড়ি মিনিট রাখার পর প্যাক শুকিয়ে এলে মুখে জলের ঝাপটা দিয়ে নিতে হবে। ক্লকওয়াইজ হাল্কা হাতে ঘষে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব থাকবে না। অথচ ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
৫. যাঁদের সানট্যান আছে তাঁরা যদি শশার রস, পাতিলেবুর রস ও কেওলিন পাউডার মিশিয়ে প্রতিদিন স্নানের পনেরো-কুড়ি মিনিট আগে লাগিয়ে রাখেন। স্নানের সময় ক্লকওয়াইজ হাল্কা করে ঘষে ধুয়ে ফেলেন, রোদে পোড়া কালচে ভাব দূর হবে।
৬. যাঁদের ব্রণ আছে তাঁরা শশার পাল্পের সঙ্গে দশ-বারোটা নিমপাতা বেটে নিয়ে কেওলিন পাউডার মিশিয়ে লাগাতে পারেন। মিনিট কুড়ি রেখে শুকিয়ে এলে জলের ঝাপটা দিয়ে হাল্কা হাতে ঘষে ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে। ব্রণ ঘষবেন না।
৭. চুলের স্বাস্থ্য ভালো রাখতে বেদানার রসের জুড়ি নেই। বেদানা রস করে নিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে দেড় ঘণ্টা রাখতে হবে। তারপর ধুয়ে ফেলতে হবে। পরপর তিন-চার দিন লাগালে অনেকের পাকা চুলে রং ধরে। তবে তা সাময়িক।
৮. রস করার পর বেদানার বীজের যে ছিবড়েটা থাকে সেটা খুব ভালো স্ক্র্যাবার। এটা কেওলিন পাউডারের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে। শুকিয়ে এলে জলের ঝাপটা দিয়ে সার্কুলার মোশনে হাল্কা হাতে ঘষে ধুয়ে ফেলতে হবে। এতে মৃতকোষ সরে গিয়ে ত্বক হয়ে উঠবে ঝলমলে।
৯. ৬ চামচ ফুটির পাল্পের সঙ্গে ১ চামচ টমেটোর পাল্প ও ময়দা মিশিয়ে লাগাতে হবে। কুড়ি মিনিট রেখে হাল্কা হাতে ঘষে ধুয়ে ফেলতে হবে। এই প্যাক রোদে পোড়া ত্বকের কালচে ভাব দূর করে। ত্বকে আনে উজ্জ্বলতা।
১০. শুষ্ক ত্বকের জন্য ফুটি খুব ভালো। ৬ চামচ ফুটির পাল্প, ১ চামচ ফেস অয়েল ও ১ চামচ ময়দা মিশিয়ে মিনিট কুড়ি লাগিয়ে রাখতে হবে। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে। ত্বকের রুক্ষতা কমবে, মোলায়েম ও উজ্জ্বল হবে ত্বক।
১১. আখের রসে আছে টাইটনিং এজেন্ট। যাঁদের ত্বকে বলিরেখা আছে এবং শিথিল হয়ে গিয়েছে, তাঁদের জন্য আখের রস, ডিম ও কর্নফ্লাওয়ারের প্যাক খুব ভালো। ৬-৭ চামচ আখের রস, ১টা ডিম ও পরিমাণমতো কর্নফ্লাওয়ার মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে। নিয়ম করে ব্যবহার করলে ত্বকের শৈথিল্য কমবে।
১২. গ্রেটারে আপেল ঘষে নিলে থকথকে পেস্ট তৈরি হবে। তিন চামচ এই পেস্ট, ৩ চামচ টক দই, কয়েক ফোঁটা পাতিলেবুর রস আর অল্প বেসন মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। কুড়ি মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। আপেল খুব ভালো ট্যানিং এজেন্ট এবং আপেলে যে এনজাইম থাকে তা ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে। ফলে নিয়মিত এই প্যাক লাগালে ঝকঝকে ত্বক পাবেন।
১৩. আপেলের পাল্প ৩ চামচ, মধু ১ চামচ, একটি ডিমের কুসুম ও সামান্য ময়দা মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। কুড়ি মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। শীতকালের জন্য এই প্যাক খুব ভালো। এত শুষ্ক ত্বক প্রাণ ফিরে পায়। শুষ্ক ত্বক যাঁদের এবং বয়সের কারণে যাঁদের ত্বকের শৈথিল্য দেখা দিয়েছে তাঁরা এই প্যাক নিয়মিত লাগালে উপকৃত হবেন।
১৪. পেয়ারার পাল্প তৈরি করে চুলের গোড়াটা বাদ দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত লাগাতে হবে। হেয়ার ক্যাপ পরে নিয়ে ঘণ্টাখানেক রাখতে হবে। টানা দেড় মাস এটা করলে পাকা চুলে রং ধরবে আর চুলের রুক্ষ ভাব চলে যাবে।
১৫. আতা খুব ভালো স্ক্র্যাবার ও ময়েশ্চারাইজার। আতার বীজ শুকিয়ে গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিতে হবে। এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যায়। আতার পাল্প ২ চামচ, বীজের গুঁড়ো ১ চামচ, একটু আটা দিয়ে মিশিয়ে কুড়ি মিনিট লাগিয়ে রাখতে হবে। তারপর হালকা হাতে ঘষে ধুয়ে ফেলতে হবে। এতে মৃতকোষ দূর হয় এবং ময়েশ্চারাইজারেরও কাজ করে। ফলে ত্বক মোলায়েম ও ঝকঝকে হয়।
১৬. আমন্ড খুব ভালো ব্লিচিং এজেন্ট ও ময়েশ্চারাইজার। চার-পাঁচটা আমন্ড বেটে নিয়ে ২ চামচ দই ও একটু পাঁউরুটি চটকে মিশিয়ে নিতে হবে। ৪০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। খুব শুষ্ক ত্বক যাঁদের এবং বলিরেখা আছে যাঁদের তাঁদের জন্য খুব ভালো।
১৭. আমন্ড বেটে এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যায়। ১ চামচ আমন্ড পেস্টে একটু দুধ ও কেওলিন পাউডার মিশিয়ে প্যাক তৈরি করে মুখে, গলায়, ঘাড়ে লাগিয়ে পনেরো-কুড়ি মিনিট রাখতে হবে। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললেই ঝকঝকে উজ্জ্বল ত্বক পাবেন।
১৮. আনারসের রস কালো দাগ ছোপ ও মেচেতার মহৌষধ। আনারসের রস দু-তিন মিনিট অন্তর অন্তর তিন-চারবার লাগাতে হবে। কুড়ি মিনিট পর ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন করলে ত্বকের কালো দাগ, ছোপ দূর হবে, মেচেতার দাগও হালকা হয়ে যাবে। তবে অনেকের আনারসের রসে একটু চিড়বিড় করে। খুব বেশি করলে ব্যবহার করবেন না।
১৯. আনারসের রস ২ চামচ এবং মুখে মাখার ক্রিম খুব ভালো করে ফেটিয়ে নিয়ে মিনিট পাঁচেক মাসাজ করতে হবে। তারপর দশ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলতে হবে। এতে সানবার্ন কমবে, ত্বকে জেল্লা আসবে। শীতেও কোমল থাকবে ত্বক।
২০. আনারসের রস ২ চামচ, সাদা ভিনিগার ২ চামচ মিশিয়ে স্ক্যাল্পে লাগালে খুসকি কমে যায়। মিনিট কুড়ি লাগিয়ে রেখে শ্যাম্পু করে ফেলতে হবে।
২১. তরমুজের রস তৈরি করে কাচের স্প্রে বটলে রাখা যেতে পারে। গরমকালে মুখে স্প্রে করে ওয়েট টিস্যু দিয়ে মুছে নিলে মুখের ক্লান্তি দূর হয়। আরাম লাগে।
২২. তরমুজের রস আইস ট্রেতে রেখে কিউব তৈরি করে নিতে হবে। নরম পাতলা ফেস টাওয়েলে তরমুজের কিউব ভরে মুখে আস্তে আস্তে ঘষতে হবে। এতে সারাদিনের ক্লান্তি দূর হবে। মুখ-চোখের কালচে ভাব চলে যাবে। তাজা ভাব আসবে।
২৩. পাকা পেঁপের পেস্ট কিছুটা নিয়ে ময়েশ্চারাইজার ও অল্প একটু পাউরুটির সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। চল্লিশ মিনিট লাগিয়ে রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলতে হবে। ডিহাইড্রেটেড শুষ্ক ত্বকের মহৌষধ এই প্যাক।
২৪. পাকা পেঁপের পাল্প ও বডি মাসাজ অয়েল মিশিয়ে বডি মাসাজ করলে ত্বক হবে নরম উজ্জ্বল আর তরতাজা।
২৫. কালো আঙুরের রসের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে স্ক্র্যাবার তৈরি করা যেতে পারে। এতেও ত্বকের হারানো উজ্জ্বল্য ফিরে আসে।
২৬. মুসাম্বি লেবু রস করার পর যে ছিবড়েটা পড়ে থাকে সেটিকে আরও ভালো করে পেস্ট করে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে যদি সপ্তাহে তিন দিন লাগানো যায় তাহলে রোদে পোড়া ত্বকের কালিমা দূর হবে। নিজের গায়ের রং বজায় থাকবে।
২৭. মুসাম্বি অর্ধেক করে কেটে রস করার পর দুটো বাটির মতো হয়। এতে বড় দানার চিনি অল্প পরিমাণে দিয়ে কনুইয়ে, হাঁটুতে, গোড়ালিতে ঘষলে কালো ছোপ কমে যায়। ঘষার ১০ মিনিট পর ধুয়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে।
২৮. ২ চামচ মুসাম্বির রস, ২-৩ ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে লাগাতে হবে। কুড়ি মিনিট রেখে শ্যাম্পু করে ফেলতে হবে। এতে খুসকি কমবে। চুলের জেল্লা বাড়বে।
২৯. বাতাবি লেবু, গোঁড়া লেবুর রস ১ চামচ করে নিয়ে তাতে ১ চামচ শ্যাম্পু মিশিয়ে চুলের ওপর থেকে নীচে লাগিয়ে হেয়ার ক্যাপ পরে আধঘণ্টা থাকতে হবে। এরপর শ্যাম্পু করতে হবে। এতে চুলে ইন্সট্যান্ট গ্লো এবং বাউন্স আসে। এক কথায় নেতিয়ে পড়া চুলে প্রাণ আসে।
৩০. কমলালেবুর রস, দুধের সর আর ময়দা খুব ভালো ক্লিনজার। সেই মা-ঠাকুমার আমল থেকে চলে আসছে এই টোটকা। এতে ত্বক উজ্জ্বল ও কোমল হয়। কমলালেবুর রসের সঙ্গে ভাত মিশিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে। হাত দিয়ে খুব মিহি করে চটকে নিলেও হবে। এই প্যাক খুব ভালো ট্যান রিমুভার ও ত্বকের শিথিল ভাব দূর করতে এর জুড়ি নেই।
30th  March, 2019
ফ্যাশন ডেস্টিনেশন
পাহাড়চুড়ো

দারুণ অগ্নিবাণে যখন প্রাণ ওষ্ঠাগত তখন ফ্যাশন ফোটোশ্যুটের উদ্দেশে বরফরাজ্যে পাড়ি দিলেন মেকআপ আর্টিস্ট-স্টাইলিস্ট কৌশিক-রজত। পাহাড় মানেই পশ্চিমী পোশাক এই ধারণা ভ্রান্ত প্রমাণ করতে তাঁরা বেছে নিলেন শাড়ি আর পাঞ্জাবি। উত্তর সিকিমের চীন সীমান্তের কাছে কীভাবে ফোটোশ্যুট হল তার গল্প শোনাচ্ছেন সোমা লাহিড়ী।
বিশদ

20th  April, 2019
চরিত্র যেমন সাজ তেমন 

শতাব্দীর প্রাচীন কালীঘাট মন্দিরের অজানা ইতিহাসকে নিয়ে ধারাবাহিক মহাতীর্থ কালীঘাট সান বাংলা চ্যানেলে প্রতিদিন সন্ধে ৬টায় সম্প্রচারিত হচ্ছে। বাংলা টকিজ প্রযোজিত এই ধারাবাহিকের কাহিনী ও ভাবনা সৌম্য পাকড়াশী ও সৌভিক চক্রবর্তীর। শতাব্দীর প্রাচীন কালীঘাট মন্দিরের অজানা ইতিহাসকে নিয়ে ধারাবাহিক মহাতীর্থ কালীঘাট সান বাংলা চ্যানেলে প্রতিদিন সন্ধে ৬টায় সম্প্রচারিত হচ্ছে। বাংলা টকিজ প্রযোজিত এই ধারাবাহিকের কাহিনী ও ভাবনা সৌম্য পাকড়াশী ও সৌভিক চক্রবর্তীর।
বিশদ

13th  April, 2019
যুগলে বর্ষ আবাহন

পুরনো বছরের সব মালিন্য মুছে ফেলে নতুন পরিকল্পনায় নতুন সাজে নতুন বছরকে সমৃদ্ধ করে তোলার শুভক্ষণ বৈশাখের প্রথম দিনটি। কেমন সাজে নতুন বছরকে বরণ করবেন জানাচ্ছেন টেলি দুনিয়ার জনপ্রিয় জুটি ভাস্বর চট্টোপাধ্যায় ও সোনালি চৌধুরী। বর্ণনায় সোমা লাহিড়ী।
বিশদ

13th  April, 2019
বাংলার তাঁতে বর্ষবরণ 

আসছে ১৪২৬। বাংলার নতুন বছরকে স্বাগত জানতে সেজে উঠুন বাংলার ঐতিহ্যবাহী তাঁতবস্ত্রে। অভিনেত্রী সৌমিলী বিশ্বাস সেজেছেন তাঁর প্রিয় বাংলার তাঁতের শাড়িতে। বর্ণনায় সোমা লাহিড়ী। 
বিশদ

06th  April, 2019
 চৈত্র দিন চৈত্র রাত

 দখিনা বাতাস যতই উথাল পাথাল করুক ধরিত্রী তবু সূর্যদেবের উত্তাপের সঙ্গে যেন পাল্লা দিতে পারে না। তাই চৈত্রের দিন হোক বা রাত, সাজে চাই স্নিগ্ধতার পরশ। আজ অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় সেজেছেন তেমনই স্নিগ্ধ সাজে। সাজের বর্ণনা দিচ্ছেন সোমা লাহিড়ী।
বিশদ

30th  March, 2019
চরিত্র যেমন সাজ তেমন  

২১ মার্চ মুক্তি পেয়েছে যশ, মিমি জুটির ছবি মন জানে না। ছবির কাহিনী ও পরিচালনা শগুফতা রফিকের। যশ, মিমির পোশাক পরিকল্পনার দায়িত্বে আছেন জয়ন্তী সেন। খবরে চৈতালি দত্ত। 
বিশদ

23rd  March, 2019
আনন্দ বসন্ত সমাগমে

বসন্ত মানেই উৎসব আর আনন্দ। আনন্দ দিনে সাজও হওয়া চাই উজ্জ্বল বর্ণময়। আজ অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় সেজেছেন বসন্ত উৎসবের সাজে। বর্ণনায় সোমা লাহিড়ী।
বিশদ

23rd  March, 2019
স্বভূমিতে ফ্যাশন শো

ইন্দো-ব্রিটিশ স্কলারস অ্যাসোসিয়েশন এবং জে ডি বিড়লা ইনস্টিটিউটের যৌথ প্রয়াসে স্বভূমিতে একটি ফ্যাশন শো হয়ে গেল। মূলত দারিদ্র্য সীমার নীচে থাকা ছাত্র-ছাত্রীদের উন্নতিকল্পে চ্যারিটির জন্য এই ফ্যাশন শো করা হয়েছিল।
বিশদ

23rd  March, 2019
চরিত্র যেমন, সাজ তেমন

অঙ্কিত আদিত্য পরিচালিত ছবি তাই কারি গতকাল মুক্তি পেয়েছে। এই ছবির পোশাক পরিকল্পনার দায়িত্বে আছেন জয়ন্তী সেন ও সন্দীপ জয়সওয়াল। খবরে চৈতালি দত্ত। বিশদ

16th  March, 2019
লাগলো যে দোল 

 আসছে রঙিন হওয়ার দিন। দোল উৎসবের আগমন বার্তা ধ্বনিত হচ্ছে আকাশে-বাতাসে আর শাড়ির জমিনে। ডিজাইনার আর বুননশিল্পীরা নানান রং নিয়ে খেলছেন বসন্তের আনন্দ মরশুমে। আজ অভিনেত্রী অঞ্জনা বসুর শাড়ি-সাজে সেই রঙিন বসন্তেরই আবাহন। লিখেছেন সোমা লাহিড়ী।
বিশদ

16th  March, 2019
বসন্ত জাগ্রত দ্বারে

বসন্ত মানেই রং আর রং। লাল নীল হলুদ সবুজ গোলাপি বেগুনি মিলেমিশে একাকার। ডিজাইনারদের বসন্ত সম্ভারে তেমনই রং খুঁজে পেলেন সোমা লাহিড়ী। বিশদ

09th  March, 2019
চরিত্র যেমন, সাজ তেমন

অঙ্কিত আদিত্য পরিচালিত ছবি তাই কারি গতকাল মুক্তি পেয়েছে। এই ছবির পোশাক পরিকল্পনার দায়িত্বে আছেন জয়ন্তী সেন ও সন্দীপ জয়সওয়াল। খবরে চৈতালি দত্ত।
বিশদ

02nd  March, 2019
 মেহেন্দি লগাকে রাখনা

শ্যাওলারঙা মেহেন্দির ভিজে সুগন্ধ প্রকৃতই বিয়ের বার্তা বয়ে আনে। খানিকটা প্রজাপতির মতোই রূপকধর্মী এই মেহেন্দিও। আইবুড়ো ভাত, আশীর্বাদ এই শব্দগুলোর সঙ্গে সঙ্গে মেহেন্দি, সঙ্গীত এই শব্দগুলোর এখন অবাধ প্রবেশ বাঙালি বিয়ের আসরে। বেশ কয়েক বছর ধরেই মেহেন্দি অবাঙালি গণ্ডি ছাড়িয়ে বাঙালি চত্বরে প্রবেশ করেছে এবং নিঃসন্দেহে বেশ পাকাপাকি জায়গা করে নিয়েছে। বিশদ

02nd  March, 2019
তিন কন্যার বসন্ত সাজ

তিন অভিনেত্রী আজ সেজেছেন তাঁদের পছন্দের বসন্ত সাজে। শাড়ি, গয়না, মেকআপ আর হেয়ারস্টাইলে বসন্তের পদধ্বনি ধ্বনিত। বর্ণনায় সোমা লাহিড়ী। বিশদ

02nd  March, 2019
একনজরে
সংবাদদাতা, রামপুরহাট: সোমবার ভোরে সকলের নজর এড়িয়ে তারাপীঠে তারা মায়ের মন্দিরে পুজো দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্ভবত গুণগ্রাহীদের নজর এড়াতে টুপি পরে, চাদরে মুখ ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারপিট চলার সময় ভাইয়ের ধাক্কায় রাস্তায় পড়ে যান দাদা। যোধপুর পার্কের তালতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ...

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

সংবাদদাতা, মালবাজার: চিতাবাঘের আতঙ্কে রাত জাগছে ধূপগুড়ি ব্লকের বানারহাটের ডুডুমারি, জ্বালাপাড়া ও আলে এই তিনটি গ্রামের বাসিন্দারা। এছাড়াও ওই তিনটি গ্রামের ছয়টি স্কুলের পড়ুয়াদের মধ্যেও ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব বই দিবস
১৬১৬ -ইংরেজী সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ও সাহিত্যিক উইলিয়াম শেক্সপীয়রের জন্ম
১৯৪১ - বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী রে টমলিনসনের জন্ম
১৯৬৯: অভিনেতা মনোজ বাজপেয়ির জন্ম
১৯৯২: সত্যজিৎ রায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৯৫ টাকা ৭০.৬৪ টাকা
পাউন্ড ৮৯.০৮ টাকা ৯২.৩৬ টাকা
ইউরো ৭৬.৯৮ টাকা ৭৯.৯৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩১, ৯৯৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০, ৩৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩০, ৮১০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭, ৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭, ৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
21st  April, 2019

দিন পঞ্জিকা

৯ বৈশাখ ১৪২৬, ২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, চতুর্থী ১৪/৩৫ দিবা ১১/৪। জ্যেষ্ঠা ৩০/৫ অপঃ ৫/১৬। সূ উ ৫/১৪/২০, অ ৫/৫৫/৫৪, অমৃতযোগ দিবা ৭/৪৫ গতে ১০/১৮ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৫ মধ্যে। রাত্রি ৬/৪১ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১২ মধ্যে পুনঃ ১/২৭ গতে ২/৭ মধ্যে, বারবেলা ৬/৪৯ গতে ৮/২৪ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৫ মধ্যে, কালরাত্রি ৭/২০ গতে ৮/৪৫ মধ্যে।
৯ বৈশাখ ১৪২৬, ২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, চতুর্থী ২০/১৭/২৩ দিবা ১/২১/৪৫। জ্যেষ্ঠানক্ষত্র ৩৫/৫৫/৫৪ রাত্রি ৭/৩৭/১০, সূ উ ৫/১৪/৪৮, অ ৫/৫৭/১২, অমৃতযোগ দিবা ৭/৪০ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৩/২৭ গতে ৫/১১ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২৩ গতে ২/৫১ মধ্যে, বারবেলা ৬/৫০/৬ গতে ৮/২৫/২৪ মধ্যে, কালবেলা ১/১১/১৮ গতে ২/৪৬/৩৬ মধ্যে, কালরাত্রি ৭/২১/৫৪ গতে ৮/৪৬/৩৬ মধ্যে।
১৭ শাবান
এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: শত্রু বশ মানতে বাধ্য হবে। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে

বিশ্ব বই দিবস১৬১৬ -ইংরেজী সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ...বিশদ

07:03:20 PM

আইপিএল: সিএসকের সামনে ১৭৬ রানের টার্গেট খাড়া করল সানরাইজার্স হায়দরাবাদ  

09:37:59 PM

 আইপিএল: হায়দরাবাদ ৯১/১ (১০ ওভার)

08:50:51 PM

গুরদাসপুরে সানি দেওলকে প্রার্থী করল বিজেপি 

08:08:03 PM

টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠাল সিএসকে 

07:36:29 PM