খরচের চাপ এত বেশি থাকবে সে সঞ্চয় তেমন একটা হবে না। কর্মক্ষেত্রে নানান সমস্যা দেখা ... বিশদ
তাঁহার শিক্ষার মধ্যে আছে নীতি ও দৈবীসম্পদের শিক্ষালাভসহ বিশুদ্ধ ঈশ্বরভক্তির উপদেশ। সংযম সহিষ্ণুতা বিনয় প্রভৃতি নীতিধর্মসহ ভক্তি ও সত্যধর্মের অপূর্ব সমন্বয়ের এইরূপ উদার বাণী, এই মহাদান, এইরূপ ঈশ্বরপ্রেম ভিত্তিক স্থায়ী ও আন্তরিক বিশ্বজীবের প্রতি প্রেমের বিতরণ, পৃথিবীর ধর্মেতিহাসে ইহাই সর্বপ্রথম। মহাপ্রভু প্রবর্তিত এই প্রেমধর্মই বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম, যাহাতে নাই কোনও সঙ্কীর্ণতা, কোনও জাতীয় গণ্ডি, কোনও উচ্চ নীচ ভেদ। ইহাই পৃথিবীতে এক অখণ্ড মহাজাতি বা মানবসমাজ গঠনের সর্বশ্রেষ্ঠ ভিত্তি। এক বিশ্ব নামের বিশ্বস্থিত সকল সন্তানই এক অখণ্ড পরিবারের জন এবং তাঁহার প্রতি অন্তরের প্রেম ভক্তি বিশ্বধর্ম।
এই ঈশ্বরপ্রেমই ঘনীভূত হইয়া প্রকৃত জীবপ্রেমরূপে প্রকাশিত হয়। কেবল সংবাদপত্রে লিখিলে বা বক্তৃতা দিলে বা জাতীয় স্বার্থে কাজ করিলে বিশ্বপ্রেম হয় না। সকল জাতি ও ধর্মের ঊর্ধ্বে ঈশ্বরপ্রেমের বাণী মহাপ্রভুর শ্রেষ্ঠ অবদান। ইহাই প্রকৃত ধর্মবিপ্লব। এই ধর্মবিপ্লবের গৌরচন্দ্রিকা হইয়াছিল গৌরাঙ্গের অবতীর্ণ হইবার পূর্বে, যেদিন শান্তিপুরের পণ্ডিত শ্রেণী ভক্তকুলপতি শ্রীল অদ্বৈতাচার্য প্রভুভক্তির ভূমিকাকে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়া তৎকালের সমাজের চিরাচরিত নিয়মকে উপেক্ষা করিয়া নামাচার্য হরিদাস ঠাকুরকে পিতৃশ্রাদ্ধের অন্নপাত্র ভোজন করাইলেন। মহাপ্রভু অবতীর্ণ হইয়া অদ্বৈতাচার্য, নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর প্রভৃতি সেনাপতিসহ প্রেমের যুদ্ধ করিয়া বিশ্বজয়ী হইলেন। শ্রীল নিত্যানন্দ প্রভু হরিনাম প্রচারে, মহোৎসবে ও প্রেমধর্মের আকর্ষণে পক্ষাঘাতগ্রস্ত মানবসমাজে নতুন সঞ্জীবনী শক্তি সঞ্চারিত হইল। মনুষ্যসমাজ হতাশার গহ্বর হইতে উত্থিত হইয়া নতুন জীবন লাভ করিল। মানবজাতির অমূল্য জীবনের তাৎপর্য সকলে বুঝিতে পারিল। মহাভারত ও ভাগবত প্রভৃতি ধর্মশাস্ত্রে যে-কোনও জাতি ধর্মের ঈশ্বরভক্তের যেরূপ উৎকর্ষ ও ভক্তিহীন উচ্চবর্ণের যেরূপ নিন্দার কথা আছে তাহা মহাপ্রভুর পূর্বে সমাজে তেমন প্রচারিত হয় নাই। মহাপ্রভু ও তাঁহার পার্ষদগণ দ্বারে দ্বারে গ্রামে গ্রামে ভক্তিধর্মের সর্বোৎকর্ষের বাণী প্রচার করিলেন। তাহাতে সকল জাতির ব্যক্তিগণ নিজেদের মানবজন্মের দুর্লভতা বুঝিয়া ভক্তিধর্মে প্রবেশ করিয়া ধন্য হইলেন। বলপ্রয়োগ, সমাজের উৎপীড়নে বা অর্থলোভে বা রাজনৈতিক কারণে বহু হিন্দু ধর্মান্তর গ্রহণ করিয়াছেন কিন্তু হিন্দুধর্মের মহিমার আকর্ষণ ভিন্ন অন্য কারণে অন্যধর্মী কেহই হিন্দুধর্মে প্রবেশ করেন নাই।