খরচের চাপ এত বেশি থাকবে সে সঞ্চয় তেমন একটা হবে না। কর্মক্ষেত্রে নানান সমস্যা দেখা ... বিশদ
মঙ্গলবার দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমেরিকায় লক ডাউন কার্যকর করতে সেনা ডাকা হয়েছে। এখানে করোনা ভাইরাস মোকাবিলায় মানুষ লকডাউন না মানলে ২৪ ঘণ্টার জন্য কার্ফু জারির মতো পরিস্থিতি তৈরি হতে পারে। দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ দিতে হতে পারে রাজ্য সরকারকে। রাজ্যবাসীর কাছে আর্জি, পরিস্থিতি সেদিকে নিয়ে যাবেন না। রাজ্যের সব মন্ত্রী, বিধায়কদের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, হায়দরাবাদের রাস্তায় নেমে লক ডাউন কার্যকর করতে পুলিশকে সাহায্য করুন। পাশাপাশি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, যারা বেশি দাম দিয়ে জিনিস কিনছে, তাদের বিরুদ্ধেও করা ব্যবস্থা নেওয়া হবে। রাও বলেন, ‘সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্ফু জারি থাকছে। সেই সময় কাউকে বাইরে বেরতে দেওয়া হবে না। কোনও বিপদে পড়লে ১০০ ডায়াল করুন। পুলিস সাহায্যের জন্য পৌঁছে যাবে। সব দোকান সন্ধ্যা ৬টায় বন্ধ করে দিতে হবে। না মানলে লাইসেন্স বাতিল করা হবে।’ যাঁরা বাড়িতেই নজরদারিতে রয়েছেন, তাঁদের পাসপোর্ট জমা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নিয়ম ভাঙলে তাঁদের পাসপোর্ট বাতিল করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।