প্রিয়ব্রত দত্ত : পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’-এ সৌমিত্রর বন্ধু সুনীল গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে সমদর্শী দত্তকে। কৃত্তিবাস পত্রিকাকে কেন্দ্র করে উত্তাল বঙ্গীয় সাহিত্যসমাজে সেদিন শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সমান উৎসাহে আলোচিত হতো ‘কবি’ সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম। কিংবদন্তি অভিনেতার জীবনে সুনীল-শক্তি সহ ‘কৃত্তিবাস’ গোষ্ঠীর ভূমিকা তাই খুবই তাৎপর্যপূর্ণ ও ঘটনাবহুল। সেই সময় তরুণ তুর্কি সুনীল-শক্তিদের নতুন স্বাদের গদ্য-পদ্য আলোড়ন তৈরি করেছে সাহিত্যমহলে। ওদিকে, বন্ধু নির্মাল্য আচার্যর সঙ্গে জুটি বেঁধে যুগ্ম সম্পাদনায় সৌমিত্র চট্টোপাধ্যায়ও প্রকাশ করছেন ‘এক্ষণ’। যে পত্রিকার প্রতি সংখ্যার প্রচ্ছদ এঁকে দিচ্ছেন সত্যজিৎ রায়। যদিও সৌমিত্রবাবু পরবর্তীকালে ‘এক্ষণ’ সম্পাদনার দায়িত্ব থেকে সরে দাঁড়ান মূলত অভিনয় জগতে ব্যস্ততার কারণে। এই দুই পত্রিকারই সম্পাদক, লেখকদের মিলনস্থল ছিল মূলত কলেজস্ট্রিট কফিহাউস। একই টেবিলে কফির কাপে তুফান তুলে তুমুল আড্ডা দিতে দেখা যেত সুনীল-শক্তি-শ্যামল-তারাপদ-সৌমিত্রদের। সৌমিত্রবাবু ‘কৃত্তিবাস’-এও কবিতা লিখেছেন নিয়মিত। তাছাড়া ব্যক্তিগত স্তরে সুনীল-শক্তির সঙ্গে গভীর বন্ধুত্ব ছিল তাঁর। পরবর্তীকালে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত ছবিতে অভিনয়ও করেছেন তিনি। সেই সুনীলই এবার ফিরছেন বড়পর্দায়।
চরিত্রটিতে অভিনয় করার জন্য পরমব্রতর কাছ থেকে ফোন পেয়ে প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে পারেননি সমদর্শী। ‘ওই রকম একজন কিংবদন্তির জীবন নিয়ে তৈরি ছবিতে আমি যে আর এক কিংবদন্তির ভূমিকায় অভিনয়ের সুযোগ পাব তা স্বপ্নেও কল্পনা করিনি। শুনেই হ্যাঁ বলে দিয়েছি,’ বলার সময়ও সমান উচ্ছ্বসিত সমদর্শী। চরিত্রটির প্রয়োজনে অমন সাধের দাড়িও বিসর্জন দিতে প্রস্তুত তিনি। বললেন, ‘সবটা হয়তো বিসর্জন দিতে হবে না। দেখি পরিচালকমশাই কী নির্দেশ দেন।’ টালিগঞ্জের সিনেমা পাড়ার আর পাঁচজন গড়পড়তা নায়কের মতো পেশীবহুল চেহারা নয় সমদর্শীর। গোলগাল, ভারী শরীর। গায়ের রংটাও ফর্সা। উসখোখুসকো চুল। স্বপ্নালু দৃষ্টি। ‘কৃত্তিবাস’ পর্বের সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্য এমন চেহারার একজন সুঅভিনেতা খুঁজছিলেন পরমব্রত। সমদর্শী এর আগে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘জীবনস্মৃতি’তে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন। পর্দায় সুনীল গঙ্গোপাধ্যায় হয়ে উঠতে তাই কোনও টেনশন নেই সমদর্শীর। তবে কৌতূহল আছে। সুনীল ও সেই সময় নিয়ে ইতিমধ্যেই বিস্তর পড়াশোনা করে ফেলেছেন সমদর্শী। একপ্রস্থ শ্যুটিংও সারা। সেই অভিজ্ঞতা থেকে সমদর্শীর ছোট্ট প্রতিক্রিয়া ‘আমি গর্বিত’।
ছবি: দীপেশ মুখোপাধ্যায়