সংবাদদাতা, পুরুলিয়া: দেশজুড়ে লকডাউনের মধ্যেই মানবিকতার নজির গড়ল পুরুলিয়া। বৃহস্পতিবার রাঁচি থেকে প্রায় ৮০কিলোমিটার হেঁটে ঝালদায় আসা সাঁওতালডিহির শ্রমিকদের খাবারের ব্যবস্থা করলেন পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মহেন্দ্র রুংটা সহ একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রাঁচি থেকে ফেরা শ্রমিক স্বরূপ দাস ও বিপ্লব দাস বলেন, রাঁচিতে প্লাইউডের আসবাব তৈরি করি। লকডাউন হয়ে যাওয়ায় সাঁওতালডিহি ফেরার জন্য কিছুই পাইনি। বুধবার বেলায় হাঁটতে শুরু করি। মাঝে ঘণ্টা দেড়েক রাস্তার পাশে শুয়ে ফের হাঁটা। এদিন বেলা ১১টা নাগাদ ঝালদায় আসতেই পুলিস আটকায়। পুলিসের মাধ্যমেই ওই সংস্থার কাছে এসেছি। সেখানেই তারা আমাদের ১৮জনের খাবারের ব্যবস্থা করার পাশাপাশি অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।
কাউন্সিলার মহেন্দ্র রুংটা বলেন, ওঁরা এতটা রাস্তা হেঁটে আসায় খাবারের ব্যবস্থা করা হয়। তারপর তাঁদের প্রথমে সাঁওতালডিহি থানা হয়ে হাসপাতাল এবং পরে বাড়ি পৌঁছে দেওয়া হয়।