খরচের চাপ এত বেশি থাকবে সে সঞ্চয় তেমন একটা হবে না। কর্মক্ষেত্রে নানান সমস্যা দেখা ... বিশদ
পাশাপাশি, করোনা নিয়ে এবার গান বাঁধলেন সংগীতশিল্পী উপল সেনগুপ্ত। গানটি লিখেছেন নীলাঞ্জন মণ্ডল। ছোট্ট এই গানটির সুর দিয়েছেন উপল। এই মুহূর্তে সরকারি নির্দেশ মেনে সবাই গৃহবন্দি। কিন্তু গিটারের ছটা তারের ঝঙ্কার তো চলছেই। কাজেই কথায় সুর দিয়ে গিটার বাজিয়ে গান করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন গীতিকার নীলাঞ্জন। গানের মধ্যে নিয়ম মেনে চলার কথা বলেছেন উপল। তাহলেই একদিন এই কালো সময় কেটে যাবে। এমনভাবেই আশার আলো দেখিয়েছেন ‘চন্দ্রবিন্দু’ খ্যাত এই সঙ্গীতশিল্পী।