Bartaman Patrika
সম্পাদকীয়
 

বিরোধী ঐক্য

বিতর্কিত কৃষি আইন বাতিলের ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী ভেবেছিলেন? তাঁর সরকারের সব পাপ বুঝি ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কিন্তু কয়লা শত ধুলেও তার ময়লা যায় না। শুক্রবার সংবিধান দিবসের অনুষ্ঠান বয়কট করে তাঁকে সেকথাই ফের বুঝিয়ে দিল দেশের প্রধান সব বিরোধী দল। দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে কার্যত একা করে দিল বিরোধীরা। তিনি অবশ্য ভাবলেশহীন! বরং মুখে তাঁর একচিলতে হাসি। সংবিধান দিবস পালনের মঞ্চকেই তিনি সস্তা গিমিকের রাজনীতি প্রচারে ব্যবহার করলেন। তিনি যা হামেশাই করে থাকেন। স্বাধীন ভারতে ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান গ্রহণ করা হয়। এই সংবিধান মান্যতা দেয় গণতন্ত্রকে। সন্দেহ নেই, ভারত আজও বিশ্বের অন্যতম শক্তিশালী গণতান্ত্রিক দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবং তার মূল চালিকা শক্তিই হল দেশের সংবিধান। সেই কারণেই ২৬ নভেম্বর দিনটি সংবিধান দিবস হিসাবে উদযাপিত হচ্ছে। ভারতের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষিত রয়েছে এই সংবিধানের পাতায়। স্বভাবতই কী সরকার বা বিরোধী, সব পক্ষের কাছেই সংবিধান দিবস বিশেষ গুরুত্ব বহন করে। এই দিনটিতে আরও একবার দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে স্মরণ করেন নেতারা। কিন্তু মোদি সরকার বিরোধীদের গণতান্ত্রিক অধিকারকেই খর্ব করছে। মোদি জমানায় একদিকে হচ্ছে সংবিধান দিবস পালন, অন্যদিকে খর্ব করা হচ্ছে সংবিধান স্বীকৃত অধিকারগুলি। অদ্ভুত এক বৈপরীত্য। তাই সংসদে প্রতীকী সংবিধান দিবস পালনের অনুষ্ঠানটি বিরোধীদের কাছে ছিল অর্থহীন। নরেন্দ্র মোদিকে এক স্বৈরাচারী নায়ক হিসেবে চিহ্নিত করে সেন্ট্রাল হলের অনুষ্ঠান বয়কট করেছে বিরোধীরা। তাদের সম্মিলিত অভিযোগ, সংবিধানে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে তাকে গলা টিপে হত্যা করছে এই মোদি সরকার। তাই বিজেপির সঙ্গে এক মঞ্চে কোনও অনুষ্ঠান নয়। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর মাত্র দু’দিন আগে বিরোধীদের এমন সম্মিলিত ধাক্কায় স্পষ্টতই কোণঠাসা বিজেপি। একথা ঠিক, বিরোধীদের এই সম্মিলিত প্রতিবাদ জাতীয় রাজনীতিতে বিজেপিকে একঘরে করে ফেলার প্রক্রিয়া মাত্র। শীতকালীন অধিবেশনের দিনগুলিতে সংসদে বিরোধীদের ভূমিকা কী হতে পারে, তারই যেন স্টেজ রিহার্সাল হল এদিনের বয়কট আন্দোলনের মাধ্যমে।
সন্দেহ নেই, মোদি-শাহের শাসনে সবচেয়ে বিপন্ন দেশের গণতন্ত্র। এই আমলেই বিরোধীদের গণতান্ত্রিক অধিকারকে পাশ কাটিয়ে একাধিক বিল সংখ্যাগরিষ্ঠতার জোরে পাস করিয়ে নিয়েছে সরকার। এমন বহু ক্ষেত্র তৈরি হয়েছে যা দেশের ঐক্য সম্প্রীতি সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক। সে সব নিয়েও কোনও আলোচনার অবকাশ রাখেনি মোদি সরকার। নোট বাতিল, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়া, শ্রম আইনের পরিবর্তন ইত্যাদি জনস্বার্থ বিরোধী একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে অগণতান্ত্রিক উপায়ে, একতরফাভাবে। চাপে পড়ে প্রধানমন্ত্রী বিতর্কিত কৃষি আইন বাতিলের ঘোষণা করলেও আন্দোলনরত কৃষকদের উপর সরকার পক্ষ অমানবিক আচরণ করেছে। যা স্বৈরাচারী পদক্ষেপেরই নজির। শুধু তাই নয়, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। হচ্ছে বিনা বিচারে আটক, সরকার বিরোধী সমালোচনা করলেই দেশদ্রোহী হিসাবে দেগে দেওয়া। গত কয়েক বছরে এভাবেই একের পর এক সংবিধান ও গণতন্ত্র বিরোধী কাজ করে গেছে নরেন্দ্র মোদি সরকার। তাই সংবিধান দিবসের অনুষ্ঠানে গণতন্ত্রের জয়গান মোদির মুখে অন্তত শোভা পায় না। বিরোধী ঐক্যের ভবিষ্যৎ নিয়ে যিনি প্রায়শই তুচ্ছতাচ্ছিল্য করেন তাঁর মুখের উপর এবার উপযুক্ত জবাব দিলেন বিরোধীরা। সংবিধান দিবসের অনুষ্ঠানে ১৪টি বিরোধী দল গরহাজির থেকে বুঝিয়ে দিল এই সরকারকে উচিত শিক্ষা দিতে তৈরি হচ্ছে বিরোধীরা। কার্যত তারা এভাবেই বিজেপিকে অস্বস্তিতে ফেলে একঘরে করে দিল। শুরু হল বিজেপির সিঁদুরে মেঘ দেখা।
২০২৪-এর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিচ্ছিন্ন হয়ে পড়ছে বিজেপি। মোদি সরকার গৃহীত নানা জনবিরোধী নীতির প্রতিবাদে তাদের শরিকরাও মুখ ফেরাচ্ছে। একে একে সঙ্গ ছেড়েছে একাধিক শরিকদল। আবার বিরোধীদের সুরেই কথা বলতে শুরু করেছেন এনডিএ-র শরিকদলের কোনও কোনও নেতা। সমালোচনা হচ্ছে প্রকাশ্যে। ঘরে বাইরে তোপের মুখে পড়ছে মোদিবাহিনী। বলাবাহুল্য, যতই বিজেপির বন্ধুর সংখ্যা কমছে, ততই বিরোধী জোটের শক্তি বৃদ্ধি পাচ্ছে। তাই চাপে সরকার। এই পরিস্থিতিতে  বিরোধী ঐক্যে ফাটল ধরানোর ফন্দি এঁটেও কি মোদিবাহিনী শেষরক্ষা করতে পারবে? উত্তরটা অজানা। তবে সংবিধান দিবসের অনুষ্ঠানে বিরোধীদের একত্রিত হয়ে গরহাজির থাকার ঘটনা বুঝিয়ে দিল কাজটি সহজ হবে না। সমানে সমানে লড়াইয়ের জমি তৈরি হচ্ছে। কার্যত বিরোধীরা দেশে গণতন্ত্র রক্ষার জন্য এবার মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। কেন্দ্র বিরোধী সুর যে এবার আরও চড়বে তা স্পষ্ট।
28th  November, 2021
নির্বাচনের প্রতি আস্থা বাড়বে

প্রায় ১৪০ কোটি মানুষের দেশ ভারতই হল পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। লোকসভার আসন ৫৪৩টি। গত লোকসভা নির্বাচন (২০১৯ সালের এপ্রিল-মে) অনুষ্ঠিত হয়েছিল ৯১ কোটি ২০ লক্ষের মতো নাগরিকের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্য রেখে।
বিশদ

সিঁদুরে মেঘ

এ যেন ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার তৈরির চেষ্টা। আমাদের দেশে আজও সব মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থানের মতো বেঁচে থাকার ন্যূনতম চাহিদা মেটেনি। খেতে না পেয়ে অপুষ্টিতে ফি বছর বহু মানুষ বেঘোরে প্রাণ হারাচ্ছে। বিশদ

05th  December, 2021
করের টাকায় করমর্দন!

একটি করমর্দনের মূল্য কত? সাদা চোখে, হাত মেলানোর জন্য কোনও মূল্য দিতে হয় না। দুই ব্যক্তি সৌজন্য দেখানোর জন্যই হাত মেলান। এটাই রীতি। আবার তিনি যদি হন ভারতের প্রধানমন্ত্রী! তাহলেও কি সযত্নে লালিত এই সৌজন্য বজায় থাকবে? বিশদ

04th  December, 2021
আর কত মিথ্যে বলবেন মোদি? 

বেসরকারি ক্ষেত্রে চাকরি থেকে অবসর নেওয়া শ্রমিক-কর্মচারীরা ইপিএস-৯৫ স্কিমে পেনশন পাওয়ার যোগ্য। এই স্কিমে পেনশন প্রাপকদের সংখ্যা সারা দেশে ৬৬ লক্ষের মতো।
বিশদ

03rd  December, 2021
উন্নয়নে মন দিন মোদি

আর কিছুদিনের মধ্যেই শুরু হবে জনগণনা এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর প্রক্রিয়া। ওই সঙ্গেই ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস বা জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) একটি বিশেষ প্রক্রিয়া চলার কথা ছিল। বিশদ

02nd  December, 2021
বিরোধীদের উপেক্ষার ট্র্যাডিশন 

ভারত একটি বৃহৎ কৃষিপ্রধান দেশ। ভারতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা এখনও বিরাট। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনে (জিডিপি) সবচেয়ে বড় অংশীদার হল সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্র (৫৩.৮৯ শতাংশ)। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল শিল্প (২৫.৯২ শতাংশ)। বিশদ

01st  December, 2021
গোকুলে বাড়িছে সে

বাংলায় প্রচলিত কথা আছে, দু’কান কাটা মানুষেরা নাকি কোনও কিছুতেই লজ্জা পান না। ত্রিপুরার যুবা মুখ্যমন্ত্রীও কি সেই পথেরই পথিক? তা না-হলে এমন ‘কুখ্যাত’ হয়ে যাওয়া পুরভোটের ফল নিয়ে গরিমা প্রকাশ করতেন! ভোটের লড়াইয়ে অংশ নিয়ে ৩৩৪টি আসনের মধ্যে ৩২৯টি কব্জা করেছে বিজেপি। বিশদ

30th  November, 2021
দেশের মুখ পোড়ালেন মোদিরা

মাত্র আড়াই মাস আগের ঘটনা। কলকাতার বিভিন্ন কাগজে পাতাজোড়া বিজ্ঞাপন দিয়ে দাবি করা হল—‘ট্রান্সফর্মিং উত্তর প্রদেশ আন্ডার যোগী আদিত্যনাথ’। সঙ্গে ‘রামরাজ্যের’ মুখ্যমন্ত্রীর পূর্ণাবয়ব ছবি, জনগণকে অভয়প্রদানের ভঙ্গিতে হাত উঁচু করে আছেন তিনি।
বিশদ

29th  November, 2021
প্রহসনের ‘বিপ্লব’

ত্রিপুরার পুরনির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ করার দাবি জানিয়েছিল বিরোধীরা। কিন্তু বৃহস্পতিবার ভোটের শুরু থেকেই গেরুয়া বাহিনীর অবাধ দাপট ও সন্ত্রাস দেখলেন ত্রিপুরাবাসী। সৌজন্যে সেই রাজ্যের নির্বাচন কমিশন ও পুলিস। বিশদ

27th  November, 2021
জিএসটি: বিলম্বিত পদক্ষেপ

পণ্য ও পরিষেবা কর (জিএসটি) আইন সুদীর্ঘ সতেরো বছরের এক জার্নি। ভারতের কর ব্যবস্থায়, নিঃসন্দেহে, জিএসটির প্রবর্তনই সবচেয়ে বড় সংস্কার। জিএসটির মূল প্রতিশ্রুতি হল—বেশিরভাগ পরোক্ষ কর তুলে দিয়ে একটিমাত্র কর আদায় ব্যবস্থা (সিঙ্গল, ইউনিফায়েড ট্যাক্স) হয়ে উঠবে। বিশদ

26th  November, 2021
বড় চ্যালেঞ্জের মুখে বিপ্লব দেব

গত এপ্রিলের মাঝামাঝি। পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন চলছিল। সেইসময় ত্রিপুরায় অনুষ্ঠিত হয় স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) ভোট। শাসক দল বিজেপি তাতে ধরাশায়ী হয়ে যায়। ত্রিপুরা উত্তর-পূর্ব ভারতে বাঙালির ‘দ্বিতীয় হোমল্যান্ড’ হলেও আদিবাসী জনগোষ্ঠীর সংখ্যা সেখানে উল্লেখযোগ্য।
বিশদ

25th  November, 2021
চিরস্থায়ী বন্দোবস্তের খোয়াব

পার্সোনাল ডেটা প্রোটেকশন (পিডিপি) বিল, ২০১৯। মোদি সরকারের ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ২০১৯-এর ১১ ডিসেম্বর সংসদে পেশ করেন। বিলের খুঁটিনাটি খতিয়ে দেখার জন্য বিরোধীদের দাবি মেনে, অতঃপর, একটি যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গড়া হয়। বিশদ

24th  November, 2021
শেষরক্ষা হবে?

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ভূত দেখছেন। তৃণমূল কংগ্রেসের ভূত। ছ’মাস আগে মমতার রাজ্যে জোড়াফুলের ঝড়ে তাঁর বঙ্গজ কাউন্টারপার্টদের চোখে সর্ষেফুল দেখতে হয়েছিল। সেটা ছিল ক্ষমতা দখলের স্বপ্নভঙ্গের হাহাকার। ত্রিপুরায় সেই তৃণমূলের কাছেই ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী।
বিশদ

23rd  November, 2021
শঙ্কিত সমগ্র রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র

ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন (এমএনপি)। এই গালভরা প্রকল্পটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন। চলতি অর্থবর্ষের (২০২১-২২) বাজেট পেশ করার সময়। এমএনপি মোট দুটি পর্বে রূপায়ণের লক্ষ্য নেওয়া হয়েছে। বিশদ

22nd  November, 2021
শক্তের ভক্ত

ভারতের ৫৬ ইঞ্চির ছাতির স্ট্রংম্যান নরেন্দ্র মোদি অতঃপর মাথা নত করে দেশবাসীর কাছে ‘ক্ষমা’ চেয়ে বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন। তাঁর এই কথায় আসমুদ্র হিমাচল উদ্বেলিত। কাড়া-নাকাড়া বাজিয়ে, সবুজ আবির মেখে, মিষ্টি মুখ করে উৎসবের আমেজ ছড়িয়েছে আন্দোলনের আঁতুড়ঘর দিল্লি সীমান্তে। বিশদ

21st  November, 2021
নয়া কৌশল

ভোটের দুই রাজ্য। দু’রকম কৌশল। একটি রাজ্যে ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি নেতৃত্ব প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল। অন্য রাজ্যে ক্ষমতা ধরে রাখতে উদ্বোধন শিলান্যাসের বান ডেকেছে। প্রথম রাজ্যটির নাম পশ্চিমবঙ্গ, দ্বিতীয়টি উত্তরপ্রদেশ। বিশদ

20th  November, 2021
একনজরে
রবিবার আইএসএলের ম্যাচে কেরল ব্লাস্টার্স  ২-১ গোলে হারাল ওড়িশা এফসিকে। এবার প্রতিযোগিতায় প্রথম জয় পেল কেরলের ফ্র্যাঞ্চাইজি দলটি। ...

ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ ক্রমশ দুর্বল হয়ে আগেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। রবিবার মধ্যরাতের দিকে তা আরও শক্তিক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ বলয়ে পরিণত হয় এবং ওড়িশা উপকূল ...

রাস্তায় যত্রতত্র পড়ে থাকা কেবল টিভি’র তারই চিন্তার কারণ। যাতায়াতের পথে অনেক সময় জড়িয়ে যাচ্ছে পায়ে। আবার সাইকেল বা বাইকের চাকাতে জড়িয়েও কখনও কখনও ঘটছে দুর্ঘটনা। ...

ফুটফুটে এক শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগে ফের উত্তাল হল ভোটমুখী উত্তরপ্রদেশ। ঘটনাটি হাপুর শহরের। মাত্র ছ’বছরের এক শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালানোর পর তাকে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২৩: জার্মান দার্শনিক ম্যাক্সমুলারের জন্ম
১৮৫৩: ঐতিহাসিক ও শিক্ষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম
১৯৫৬: দলিত আন্দোলনের নেতা ভীমরাওজি রামাজি আম্বেদকরের মৃত্যু
১৯৮৫: ক্রিকেটার আর পি সিংয়ের জন্ম
১৯৯২: অযোধ্যার বিতর্কিত সৌধ ধ্বংস
২০১৬ - তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৩৯ টাকা ৭৬.১১ টাকা
পাউন্ড ৯৭.৮৬ টাকা ১০১.৩০ টাকা
ইউরো ৮৩.৬১ টাকা ৮৩.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
05th  December, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮, ৫৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬, ০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬, ৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬১, ৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬১, ৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  December, 2021

দিন পঞ্জিকা

২০ অগ্রহায়ণ, ১৪২৮, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১। তৃতীয়া ৫১/৩ রাত্রি ২/৩২। পূর্বাষাঢ়া নক্ষত্র ৫০/৩০ রাত্রি ২/১৯।  সূর্যোদয় ৬/৭/১২, সূর্যাস্ত ৪/৪৭/৫৬। অমৃতযোগ দিবা ৭/৩২ মধ্যে পুনঃ ৮/৫৭ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/২৮ গতে ১১/০ মধ্যে পুনঃ ২/৩৪ গতে ৩/২৭ মধ্যে। বারবেলা ৭/২৭ গতে ৮/৪৭ মধ্যে পুনঃ ২/৮ গতে ৩/২৮ মধ্যে। কালরাত্রি ৯/৪৭ গতে ১১/২৭ মধ্যে। 
১৯ অগ্রহায়ণ, ১৪২৮, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১।  দ্বিতীয়া দিবা ৯/২। মূলা নক্ষত্র দিবা ৮/৩২। সূর্যোদয় ৬/৯, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে ও ৯/৪ গতে ১১/১১ মধ্যে এবং রাত্রি ৭/৩১ গতে ১১/৫ মধ্যে ও ২/৪০ গতে ৩/৩৪ মধ্যে। কালবেলা ৭/২৯ গতে ৮/৪৯ মধ্যে ও ২/৮ গতে ৩/২৮ মধ্যে। কালরাত্রি ৯/৪৮ গতে ১১/২৮ মধ্যে।  
১ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে কমল দৈনিক সংক্রমণ
গতকালের তুলনায় রাজ্যে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ...বিশদ

09:04:21 PM

গল্ফগ্রিনে চুরির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত, উদ্ধার খোয়া যাওয়া সামগ্রী

04:34:00 PM

রেলের পরীক্ষার ফলপ্রকাশ কবে, জানুন
রেলের পরীক্ষার ফল প্রকাশের দিন নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছেন ...বিশদ

04:21:03 PM

৯৪৯ পয়েন্ট পড়ল সেনসেক্স

04:06:34 PM

৫২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

02:01:53 PM

সারের কালোবাজারি বন্ধের দাবিতে মাথাভাঙার একাধিক জায়গায় পথ অবরোধ

01:27:47 PM