ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
সূত্রের খবর, বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে মিঠুনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। মাঝে শারীরিক অসুস্থতা ও রিয়েলিটি শোয়ের চাপে তিনি রাজি হননি। এবারে তাঁর চিত্রনাট্য পছন্দ হয়েছে। শ্রুতিকে কেন্দ্র করে গল্প এগলেও মিঠুন এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। বলিউডের অন্য একটি সূত্র বলছে, মুম্বই ও মুসৌরিতে নাকি সিরিজের কিছুটা অংশ ইতিমধ্যেই শ্যুটিং করা হয়ে গিয়েছে। ‘মিসিং’ খ্যাত পরিচালক মুকুল অভয়ঙ্কর এই সিরিজের পরিচালক।