ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
রাজস্থানের বারওয়ারা দুর্গে বসবে ভিক্যাটের বিয়ের আসর। ভিকি থাকবেন রাজা মানসিং স্যুটে আর রানি পদ্মাবতী স্যুটে থাকবেন ক্যাটরিনা। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তাঁদের চারদিন ব্যাপী রাজকীয় বিয়ের অনুষ্ঠান। প্রথমদিন বসবে সঙ্গীতের আসর। দ্বিতীয় দিন মেহেন্দি। তৃতীয় দিন অর্থাৎ ৯ ডিসেম্বর ভিক্যাটের চার হাত এক হবে এবং শেষ দিন হবে গ্র্যান্ড রিসেপশন।
জাঁকজমকে পিছিয়ে নেই দুলহা ভিকিও। সাতটা সাদা ঘোড়ায় টানা গাড়িতে চেপে ছাদনাতলায় হাজির হবেন তিনি। এদিকে, বলিউডের এই হেভিওয়েট বিয়েতে অতিথি-অভ্যাগতদের সংখ্যার ইয়ত্তা নেই। তাঁদের সকলকে বারওয়ারা দুর্গের আশপাশের হোটেলে রাখা হবে। বারওয়ারা ফোর্টে ঢোকার জন্য সেইসব অতিথিদের গাড়িতে বিশেষ স্টিকার লাগানোরও ব্যবস্থা করা হয়েছে। রাজস্থান পুলিসের থেকে ভাড়া করা হয়েছে ১০০ জন বাউন্সার। এ প্রসঙ্গে সাওয়াই মাধোপুরের জেলাশাসক রাজেন্দ্র কিষাণ জানিয়েছেন, এই বিয়ের অনুষ্ঠানের জন্য আগামী ৭ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে ১২০ জন অতিথি আসতে পারেন বলে আমাদের জানানো হয়েছে। তার মধ্যে বলিউডের বেশ কিছু বড় সেলিব্রিটি থাকবেন। এঁদের মধ্যে যাঁরা কোভিড ভ্যাকসিনের দুটো ডোজ নেননি, তাঁদের বাধ্যতমূলকভাবে আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ রিপোর্ট সঙ্গে আনতে হবে।