ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
ছবির অনেকটা অংশের শ্যুটিং হয়েছে বেনারসে। শ্যুটিংয়ের আগে সেখানে রেইকি করতে গিয়েছিলেন পরিচালক। তারপর দৃশ্য পরিকল্পনা করেছিলেন। কিন্তু শ্যুটিং করতে এসে মহা বিপত্তিতে পড়তে হয়েছিল তাঁকে। ‘রেইকি করতে গিয়ে গঙ্গার জলস্তর একরকম ছিল। ফের গিয়ে দেখলাম জল অকেখানি বেড়ে গিয়েছে। যখন শ্যুটিং করতে গেলাম তখন দেখি গঙ্গা একেবারে জলে টইটম্বুর। শ্যুটিংয়ের দিন সকালবেলা দেখি ওই অবস্থা। সেখানে দাঁড়িয়েই সমস্ত পরিকল্পনা বদলাতে হল। খুব সমস্যায় পড়তে হয়েছিল,’ বলছিলেন শুভ্রজিৎ।
বেশ কয়েকটি চলচ্চিত্র উত্সবে এই ছবি দেখানো হয়েছে। শুভ্রজিৎ বলছিলেন, ‘নন্দনের মতো জায়গায় যখন সমস্ত চলচ্চিত্রবোদ্ধা ছবিটা দেখে হাততালি দিয়ে উঠছিলেন, বেশ ভালো লাগছিল।’ তবে এখনও পর্যন্ত শুভ্রজিৎ যে ছবিগুলো তৈরি করেছেন, সেগুলোর একটিও বাণিজ্যিকভাবে সফল নয়। তার মধ্যে রয়েছে ‘চোরাবালি’। ‘অভিযাত্রিক’ নিয়ে চলচ্চিত্র মহলে কথাবার্তা হচ্ছে। তাহলে কি পরিচালকের ভাগ্যে শিকেয় ছিঁড়ল? ‘শুভ্রজিতের নতুন ভার্সন সামনে এল। আমার মধ্যে যে সম্ভাবনা রয়েছে, তার ৬০ শতাংশ অর্জন করতে পেরেছি বলতে পারেন। আগের ছবিগুলো ছিল ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই। এই ছবির মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পেরেছি,’ বলছিলেন পরিচালক।