ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
গত বুধবার ‘মহাপিঠ তারাপিঠ’ খ্যাত এই অভিনেতা লিখেছেন, ‘কিছুদিন আগে, অস্ত্রপচারের ঠিক ছয় মাস পর পুনরায় পরীক্ষা করা হয় ওকে। ডাক্তার জানিয়েছেন, কোনও বদ কোষ অবশিষ্ট নেই ওর শরীরে। এই মুহূর্তে, ঐন্দ্রিলা সুস্থ এবং বিপদমুক্ত।’ কম ধকল সহ্য করতে হয়নি ঐন্দ্রিলাকে। অস্ত্রপচারের পর অর্ধেক ফুসফুস এবং হৃত্পিণ্ডর ছাল বাদ গিয়েছে তাঁর শরীর থেকে। ওষুধপত্রের কারণে প্রায় ১১ কিলো ওজন বেড়েছে অভিনেত্রীর। এতে ভেঙে পনার পাত্রী নন ঐন্দ্রিলা। তিনি সব্যসাচীকে জানিয়েছেন, ওজন কমিয়ে সুস্থ হয়ে পরের বছর আবার ক্যামেরার সামনে ফিরবেন তিনি।