ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ২ডিসেম্বর পর্যন্ত ছ’হাজার ৯৭২ জন হাতে টাকা পেয়ে গিয়েছেন। বাকিদেরও টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের এই অনুদান পেয়ে আবেদনকারী যুবতী ও তাঁদের পরিবার খুশি। মেয়েদের বিয়ে দিতে সমস্যায় পড়ে বহু পরিবার। দুঃস্থ সেই সমস্ত পরিবারের কথা মাথায় রেখে ২০১৮সালে রাজ্য সরকার প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের জন্য এই অনুদান ঘোষণা করে। এই প্রকল্পে এককালীন ২৫হাজার টাকা অনুদান দেওয়া হয়। রূপশ্রী প্রকল্পের আবেদন করতে হলে পাত্রের বয়স ন্যূনতম ২১ ও পাত্রীর বয়স অন্তত ১৮ হওয়া আবশ্যিক। বিয়ের এক মাস আগে আবেদন করতে হয়। এজন্য কিছু শংসাপত্র জমা দিতে হয়। পাত্র ও পাত্রীর উভয়ের সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, পাত্রীর বাড়ির আয়ের শংসাপত্র, বিয়ের কার্ড প্রয়োজন হয়। সরকারি ওয়েবসাইট, বিডিও অফিস, মহকুমা শাসকের দপ্তর থেকে রূপশ্রী প্রকল্পের ফর্ম মেলে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও ও শহরের ক্ষেত্রে মহকুমা অফিসে জমা দিতে হয়। প্রকল্পের আধিকারিক আবেদনপত্রের সঙ্গে সমস্ত নথিপত্র সঠিক রয়েছে কি না দেখে নেন। সেখান থেকে প্রথমে জেলা ও পরে রাজ্যে পাঠানো হয়।
অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ) কৃষ্ণাভ ঘোষ বলেন, আবেদন পাওয়ার পর নির্দিষ্ট কাগজপত্র রয়েছে কি না খতিয়ে দেখা হয়। আবেদনকারী যাতে দ্রুত টাকা পেতে পারেন সেই চেষ্টা করা হয়।