ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
এই মুহূর্তে নতুন ছবি নিয়ে সেরকম ভাবনাচিন্তার সময় পাচ্ছেন না কৌশিক। কারণ তাঁর বেশ কয়েকটা ছবির শ্যুটিং শেষ। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। পরিচালকের কথায়, ‘কাবেরী অন্তর্ধান ও মনোহর পাণ্ডে ছবি দু’টির কাজ চলছে। কিন্তু কোন ছবিটা আগে মুক্তি পাবে, তা এখনও চূড়ান্ত করিনি।’ তবে আগামী বছর জুন মাসে মুক্তি পাবে কৌশিক পরিচালিত ছবি ‘লক্ষ্মীছেলে’। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক-পুত্র উজান গঙ্গোপাধ্যায়।