ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
আফগানিস্তানের ডিফেন্স ইন্টালিজেন্স এজেন্সির প্রাক্তন অফিসার মিচেল লা’ফরচুনের অভিজ্ঞতার উপর নির্ভর করে তৈরি হচ্ছে এই স্পাই থ্রিলার। আলি জানিয়েছেন, ‘আমি সবসময় নতুন ধরনের কাজের খোঁজে থাকি।’ ছবিতে জেরাডের চরিত্রের নাম টম হ্যারিস। পশ্চিম এশিয়ায় সিআইএ-র একজন আন্ডারকভার এজেন্ট হিসেবে চরিত্রটা কাজ করে। যদিও ছবিতে আলির চরিত্র নিয়ে এখনই নির্মাতারা কিছু জানাতে চাইছেন না। অন্যদিকে, হলিউডে আলির ‘ডেথ অন দ্য নাইল’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়।