ভালো আছেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। রবিবার তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর ভালো থাকার খবর জানিয়েছেন। অনুরাগীদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমি এখন অনেকটা ভালো আছি। পুরোপুরি সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। আশা করি, ততদিন আপনারা আমার পাশে থাকবেন।’ ‘মহাভারত মার্ডার’ নামে একটি সিরিজের শ্যুটিং করতে গিয়ে শুক্রবার রাতে নিউটাউনে দুর্ঘটনার মুখে পড়েন প্রিয়াঙ্কা। এক মত্ত বাইক আরোহী তাঁকে ধাক্কা মারেন। এরপর তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখানেই তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছে। এই দুর্ঘটনার পর যাঁরা তাঁর পাশে ছিলেন সকলকেই আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়িকা। অস্ত্রোপচারের দিন হাসপাতালে গিয়েছিলেন সোহিনী সরকার, রণজয় বিষ্ণু, পরিচালক রানা সরকার প্রমুখ। ইন্ডাস্ট্রির সহকর্মীরা প্রিয়াঙ্কার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
অভিনেত্রীর অস্ত্রোপচার করেন ডাঃ বিশাল ভগত। তিনি জানিয়েছেন, প্রিয়াঙ্কা সরকারের টিবিয়া ভেঙে গিয়েছিল। তাই প্লেট বসাতে হয়েছে। দিন দুয়েক পর তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে।