ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
শ্যুটিংয়ের ফাঁকে পঙ্কজের সঙ্গে আড্ডার ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৃজিত। যদিও ‘শেরদিল’-এর শ্যুটিং বেশ কিছু দিন আগেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গে এই ছবির একপ্রস্থ শ্যুটিং হয়েছে। উত্তরবঙ্গের অংশের শ্যুটিংয়ে ছিলেন আর এক বলিউড অভিনেতা নীরজ কবি। পঙ্কজ ডুয়ার্সের অংশের শ্যুটিং শেষ করে কলকাতায় এসেছেন।
সৃজিতের ‘শেরদিল’ ছবির ভাবনা অনেকদিনের। ২০১৯ সাল থেকেই ছবিটি নিয়ে ভাবছেন তিনি। কিন্তু মাঝে করোনা মহামারীর জন্য প্রজেক্টটি পিছিয়ে যায়। এই ছবিতে পঙ্কজের মতো বলিষ্ঠ অভিনেতাকে পেয়ে খুশি পরিচালক। এদিকে, সৃজিতের কাজের সঙ্গে পরিচয় থাকলেও এই প্রথম তাঁর পরিচালনায় কাজ করছেন ‘মির্জাপুর’ খ্যাত এই অভিনেতা। পঙ্কজ জানিয়েছেন, ‘শেরদিল’-এর গল্প ও চিত্রনাট্য তাঁর এতটাই ভালো লেগেছিল যে, তিনি এককথায় রাজি হয়ে যান।
বাঘ ও প্রকৃতি এই ছবির অন্যতম উপজীব্য। কিছুদিন আগে এমনই একটি বিষয় নিয়ে বিদ্যা বালান অভিনীত ‘শেরনি’ ছবিটি মুক্তি পেয়েছিল। যদিও সেই ছবির সঙ্গে ‘শেরদিল’-এর কোনও মিল নেই বলেই জানা গিয়েছে।
অন্যদিকে, আরও একটি হিন্দি ছবি ‘শাবাশ মিঠু’র শ্যুটিং শেষ করেছেন সৃজিত।