ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
শনিবার দলীয় বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছিল, বিরোধীদের সম্মান দিতে হবে। কোথাও কোনও ধরনের ঝামেলা বরদাস্ত করা হবে না। সেই মোতাবেক এদিন উল্টোডাঙার একটি অভিজাত আবাসনে প্রচারে গিয়ে বিজেপি নেতা কল্যাণ চৌবের ফ্ল্যাটে ঢুকে শুভেচ্ছা বিনিময় করেন ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিন্দ্য রাউত। এই কল্যাণই একুশের বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রে বিজেপির বিধায়ক প্রার্থী ছিলেন।
অনিন্দ্য বলেন, দলমত নির্বিশেষে সকলেই আমার ভোটার। ওনার আবাসনে গিয়েছিলাম। তাই দেখা করে এসেছি। অন্যদিকে, ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পরেশ পাল এদিন কাকুরগাছি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় পার্কে বসে এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। ৩২ নম্বর ওয়ার্ডের জোড়াফুল প্রার্থী শান্তিরঞ্জন কুণ্ডুও এদিন উল্টোডাঙা, মানিকতলার বিভিন্ন আবাসনে গিয়ে আবাসিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতায় অংশ নেন।
অন্যদিকে, ১০৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তারকেশ্বর চক্রবর্তীও এদিন বাড়ি বাড়ি প্রচার করেছেন। ছাতা মাথায় নিয়েই এলাকার বিভিন্ন বাজারে ঘুরেছেন। রবিবার ছুটির দিনে মানুষ বাড়িতেই থাকেন। বিভিন্ন বাজারেও মানুষের ঢল নামে। তাই স্বাভাবিকভাবেই রবিবাসরীয় প্রচারের সুযোগ হাতছাড়া করেননি ৯৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্ত। তিনিও সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে গল্ফ গ্রিন, প্রিন্স গোলাম হোসেন শাহ রোড সহ বিভিন্ন এলাকায় একাধিক আবাসনে গিয়ে প্রচার করেছেন। দুপুরে করেছেন কর্মিসভা। বিকেলে ফের রানিকুঠি এলাকার বাজারে গিয়ে চায়ের আসর জমিয়েছেন। তপন দাশগুপ্তের কথায়, বয়স যাই হোক না কেন, ভোটের প্রচারে করতেই হবে। তাছাড়া সারা বছরই ঝড়-বৃষ্টিতে কাজ করতে হয়। অভ্যাস হয়ে গিয়েছে। একইভাবে সকাল থেকে নিজের এলাকার বিভিন্ন বাজারে ঘুরে প্রচার করেছেন ৮১ নং ওয়ার্ডের ঘাসফুল প্রার্থী জুঁই বিশ্বাস। নিউ আলিপুরের বিভিন্ন ব্লক থেকে শুরু করে পল্লিবান্ধব, চেতলা অগ্রণী সহ বিভিন্ন ক্লাবে বসেও ভোটারদের সঙ্গে মত বিনিময় করেছেন। বাদ নেই বাম-বিজেপি নেতারাও। ১২৮ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী রত্না রায় মজুমদার সকাল থেকেই বৃষ্টি মাথায় নিয়ে প্রচারে নেমেছিলেন। তিনি বলেন, সারা বছরই এসব করতে হয়। ঝড়ে-জলেই তো আমাদের কাজ। এদিন সকালে ছাতা নিয়েই পটুয়াপাড়ায় প্রচার সারেন ৭৩ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ খটিক। অন্যদিকে, বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় তৃণমূলের একাধিক মিছিল বাতিল হয়েছে এদিন। তবে প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকার জন্য সব প্রার্থীকে নির্দেশ দিয়েছে জোড়াফুল শিবির।