ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
ভারত থেকে ‘ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন মনোজ। ‘আজিব দাস্তাঁস’ অ্যান্থলজির অন্তর্গত ‘গিলি পুচ্চি’ ছবির ভারতী মণ্ডল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর খেতাব ছিনিয়ে নিয়েছেন কঙ্কনা। সেরা সিরিজ নির্বাচিত হয়েছে ‘স্ক্যাম ১৯৯২’। এই সিরিজের জন্যই সেরা পরিচালকের পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন হংসল। ‘বন্দিশ ব্যান্ডিটস’ সিরিজের জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন নাসিরুদ্দিন। ওটিটি ক্যাটাগরিতে সেরা স্ট্রিমার হিসেবে নির্বাচিত হয়েছে ‘মির্জাপুর ২’। পুরস্কারটি নির্মাতারা সম্প্রতি সিরিজের প্রয়াত অভিনেতা ব্রহ্মা মিশ্রকে উৎসর্গ করেছেন। ‘বম্বে বেগমস’-এ লিলি চরিত্রে অভিনয় করে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন অম্রুতা সুভাষ। সেরা চিত্রনাট্য ও আবহ সঙ্গীতের পুরস্কার পেয়েছে সানিয়া মালহোত্রা অভিনীত ‘পাগলেইট’ ছবিটি।