লক্ষ্যরাজ আনন্দের পরিচালনায় ‘অ্যাটাক’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন জন আব্রাহাম। জন ছাড়াও এই ছবিতে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, রাকুলপ্রীত সিং, আলহাম এহসাস প্রমুখ। শোনা যাচ্ছে, ছবির জন্য একটি রোমান্টিক গানের শ্যুটিং করতে কোচিতে যাবেন জন ও জ্যাকলিন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে কোচিতে তিন দিনের শিডিউলে শ্যুটিং হওয়ার কথা রয়েছে। বেশ কয়েকদিন ধরেই পরিচালক এই গানের শ্যুটিংয়ের জন্য উপযুক্ত জায়গা খুঁজছেন। শেষ পর্যন্ত কোচিকেই বেছে নিয়েছেন তিনি। ৭ তারিখ থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা থাকলেও জন ও জ্যাকলিন তার আগেই কোচিতে পৌঁছে গিয়ে মহড়াতে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে।
সম্প্রতি জনের ‘সত্যমেব জয়তে ২’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি বক্স অফিসে খুব খারাপ ব্যবসা করছে না। আর এই ‘অ্যাটাক’ ছবিটি আগামী বছর ২৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা।