ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
পুলিস সূত্রে খবর, মুম্বইয়ের ভারসোভার ফ্ল্যাট থেকে ব্রহ্মার দেহ উদ্ধার হয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যদিও অভিনেতার ঘনিষ্ট মহলের দাবি, সম্প্রতি বুকে ব্যথার কথা জানিয়েছিলেন অভিনেতা। তাই হার্ট অ্যাটাকের ফলে তাঁর মৃত্যু হয়েছে বলেও পরিবারের অনেকে মনে করছেন। ‘হাসিন দিলরুবা’, অক্ষয়কুমার অভিনীত ‘কেশরী’র মতো ছবিতেও দেখা গিয়েছিল ব্রহ্মাকে। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শ্রীয়া পিলগাঁওকর, শ্বেতা ত্রিপাঠীর মতো বলিউডের অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন।