দক্ষিণবঙ্গ

৯ মাস ধরে ১৫ হাজারের বেশি বাতিল কলম দিয়ে দুর্গা বানিয়ে চমক কৃষ্ণগঞ্জের পাপিয়ার

সংবাদদাতা, কৃষ্ণনগর: ওষুধের স্ট্রিপের পর বাতিল কলম। ১৫ হাজারেও বেশি বাতিল কলম দিয়ে দুর্গা বানিয়ে তাক লাগিয়েছেন কৃষ্ণগঞ্জের পাপিয়া কর। এর আগে ফেলে দেওয়া ওষুধের স্ট্রিপ দিয়ে দুর্গাপ্রতিমা বানিয়েছিলেন তিনি। প্রথাগত শিল্পী পাপিয়া নন। তবে কিছু করার তাগিদ থেকে অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি এই কাজ করে চলেছেন বেশ কয়েক বছর ধরে। তাঁর তৈরি এই দুর্গাপ্রতিমা ইতিমধ্যেই কিনে নিয়েছে রানাঘাট পাইকপাড়া ব্রতী সঙ্ঘ। প্রতিমা বিক্রির টাকা দিয়ে স্টেশন ও ফুটপাতে বসবাসকারী শিশুদের পুজোয় জামাকাপড় কিনে দেবেন পাপিয়া। তাঁর এই শিল্পকর্ম শুধুই শিল্পের তাগিদে নয়। অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সামাজিক বার্তাও দিতে চেয়েছেন তিনি। স্বপ্নদীপ ও ‘তিলোত্তমা’ যেন সঠিক বিচার পায় সেই দাবিও তুলে ধরতে চান নিম্নবিত্ত পরিবারের এই গৃহবধূ। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানা এলাকার সত্যনগরের বাসিন্দা পাপিয়া করের স্বামী সব্জি বিক্রেতা। ছেলে পড়াশোনা করে। সংসারের হাজারটা ঝক্কি সামলে অবসর সময়ে দুর্গাপ্রতিমা গড়ে তোলাই তাঁর নেশা। টানা ৯ মাস ধরে ধীরে ধীরে বাতিল কলম দিয়ে সপরিবারে দুর্গাপ্রতিমাটি গড়ে তুলেছেন তিনি। কলমের পাশাপাশি কাগজ, আঠা আর রং ব্যবহার করেছেন দুর্গাপ্রতিমাটি গড়ে তুলতে। দেবীর হাতে থাকা অস্ত্রও কলম দিয়ে তৈরি। প্রতিমাটি ৭ ফুট লম্বা আর ৯ ফুট চওড়া। এই প্রতিমা তৈরি করতে তাঁর খরচ হয়েছে ১০ হাজার টাকার বেশি। ১৫ হাজার বাতিল কলম জোগাড় করতে তাঁর বেশ কিছুদিন লেগেছে বলে জানান পাপিয়া। শুরুতে হাজার তিনেক বাতিল কলম তিনি জোগাড় করেন। তারপর ফেসবুকে তাঁর করা একটা পোস্টে সাড়া দিয়ে অনেকেই বাতিল পেন দিয়ে যান।  
পাপিয়ার বার্তা, শিক্ষিত অসুরে ভরে গিয়েছে চারপাশ। দেবী দুর্গা তাঁর শুভশক্তি দিয়ে চারপাশের অসুরদের বধ করুক এই কলম দিয়ে। মা আসার আগেই যেন তিলোত্তমা বা স্বপ্নদীপ সঠিক বিচার পায়। ৯ মাস আগে পাপিয়া কর এই কাজটি শুরু করেন স্বপ্নদীপের সঠিক বিচার চেয়ে। কিন্তু এর মাঝে ঘটে যায় আর জি কর কাণ্ড। তাই তিলোত্তমার বিচারের দাবিও তিনি তুলে ধরেছেন বলে জানান পাপিয়া।
9d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা