দেশ

কংগ্রেসের থেকে ১০০ টাকা বেশি দেবে বিজেপি, হরিয়ানায় ইস্তাহার প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নজরে মহিলা ভোটব্যাঙ্ক। আর তাই ভোটমুখী হরিয়ানায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে মুখোমুখি যুযুধান দুই প্রতিপক্ষ কংগ্রেস ও বিজেপি। নাম বদলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনমুখী প্রকল্পই তাদের ভরসা। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে হরিয়ানায় প্রকাশ করেছেন দলের নির্বাচনী ইস্তাহার। সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচেই সরকারি প্রকল্পে প্রত্যেক মহিলাকে ২ হাজার টাকা করে মাসে অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে। পরদিনই সংকল্প পত্র প্রকাশ করল বিজেপি। অর্থাৎ নির্বাচনী ইস্তাহার। আর সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা প্রতিশ্রুতি দিলেন, বিজেপি ক্ষমতাসীন হয়ে প্রতি মাসে মহিলাদের দেবে ২১০০ টাকা। অর্থাৎ, কংগ্রেসের থেকে ১০০ টাকা বেশি। প্রকল্পের নাম ‘লাডো লক্ষ্মী’। কল্পতরু হওয়ার প্রতিশ্রুতি এখানেই শেষ নয়। বলা হয়েছে, বিজেপি সরকার গঠন করলে রান্নার গ্যাস ৫০০ টাকায় দেওয়া হবে।
লোকসভা ভোটের প্রচার শুরুর আগে থেকেই কংগ্রেস, প্রধানত রাহুল গান্ধী অনগ্রসরদের উন্নয়নের জন্য একঝাঁক দাবি করে চলেছেন। যার মধ্যে প্রধান হল জাতি গণনা। এবার আস্তিন থেকে পাল্টা অনগ্রসর কার্ড বের করলেন মোদিও। হরিয়ানায় বিজেপির ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ওবিসি এবং তফসিলি জাতি গোষ্ঠীভুক্ত ছাত্রছাত্রীদের বিশেষ স্কলারশিপ। এই দুই সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের মধ্যে যাঁরা দেশের যে কোনও রাজ্যে সরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং কোর্স পড়তে 
চাইবেন, তাঁদেরই দেওয়া হবে এই আর্থিক সহায়তা।
অগ্নিবীর প্রকল্প নিয়ে বিরোধীদের চাপে কোণঠাসা নরেন্দ্র মোদি। হরিয়ানা, হিমাচল প্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে সবথেকে বেশি আবেদনপত্র জমা পড়েছে এই প্রকল্পে। হরিয়ানার ভোটে অগ্নিবীর নিয়ে মানুষের ক্ষোভ যাতে ভোটবাক্সে প্রতিফলিত না হয়, সেজন্য মরিয়া বিজেপি। তাই ইস্তাহারে ঘোষণা করা হয়েছে, চাকরি শেষে অগ্নিবীররা যাতে রাজ্যের সশস্ত্র বাহিনীতে সুযোগ পান, সেজন্য সংরক্ষণের ব্যবস্থা করা হবে।  
প্রসঙ্গত, কমবেশি প্রতিটি জনমত সমীক্ষায় বলা হচ্ছে হরিয়ানায় পিছিয়ে আছে বিজেপি। সিংহভাগ সমীক্ষায় সরাসরি ৯০ আসনের মধ্যে কংগ্রেসকে একক গরিষ্ঠতা পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কংগ্রেস এবং আঞ্চলিক দল যে রাজ্যে শাসন করছে, সেখানে ভোটের আগে-পরে জনতাকে আর্থিক অনুদান দেওয়া অথবা প্রতিশ্রুতিকে মোদি বরাবরই ব্যঙ্গ করেছেন রেউড়ি হিসেবে। কিন্তু ভোট এলেই দেখা যাচ্ছে, তাঁর দল অন্যদের ছাপিয়ে রেউড়ি দেওয়ার পক্ষে। হরিয়ানার নির্বাচনী ইস্তাহার তার নবতম প্রমাণ। অর্থাৎ, মোদি ম্যাজিক যথেষ্ট নয়। ডাবল ইঞ্জিনের গ্যারান্টিও পর্যাপ্ত নয়। মোদির কাছেও ভোটে জয়ের মন্ত্র রেউড়ি। বিশেষত লক্ষ্মীর ভাণ্ডার। ছবি: পিটিআই
17d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সঞ্চীয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা