খেলা

ইন্তারের কাছে আটকাল ম্যান সিটি

ম্যাঞ্চেস্টার: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই হোঁচট খেল ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার এতিহাদ স্টেডিয়ামে ইন্তার মিলানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। ঘরের মাঠে দাপট দেখালেও, কাঙ্ক্ষিত গোল তুলে নিতে ব্যর্থ হালান্ড-গুন্ডোগানরা। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে অনায়াসেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ত পারত ম্যান সিটি। তবে পয়েন্ট নষ্টের রাতে কেভিড ডি ব্রুইনের চোট চিন্তা বাড়াল কোচ গুয়ার্দিওলার। প্রথমার্ধে দৌড়তে গিয়ে অস্বস্তি বোধ করছিলেন বেলজিয়াম তারকা। তাই বিরতির পরই তাঁকে তুলে নেন সিটি কোচ। আগামী রবিবার প্রিমিয়ার লিগে আর্সেনালের মুখোমুখি হবে সিটিজেনরা। তার আগে ডি ব্রুইনের চোটে বিপারে টিম ম্যানেজমেন্ট। সিটি ড্র করলেও, চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে অভিযান শুরু করল পিএসজি ও বরুসিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে জিরোনাকে ১-০ গোলে হারাল লুইস এনরিকে ব্রিগেড। আর অ্যাওয়ে ম্যাচে ক্লাব ব্রাগের বিরুদ্ধে ৩-০ সহজ জয় নিয়ে মাঠ ছাড়ল জার্মান ক্লাবটি।
২০২৩ সালে ইন্তার মিলানকে হারিয়েই ক্লাব ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছিল ম্যান সিটি। বুধবার তাই ইতালিয়ান ক্লাবটির কাছে লড়াইটা ছিল বদলার। পক্ষান্তরে, ঘরের মাঠে জয় দিয়ে নতুন মরশুমে শুরু করাই  ছিল পেপ ব্রিগেডের লক্ষ্য। প্রথম থেকেই একের পর এক আক্রমণ শানিয়েও গোল তুলতে ব্যর্থ সিটি অ্যাটাকাররা। বেশ কয়েকবার দলের নিশ্চিত পতন আটকান ইন্তার গোলরক্ষক ইয়ান সোমের। দ্বিতীয়ার্ধেও খেলার চালচিত্রে কোনও পরিবর্তন ঘটেনি। এই পর্বেও ইন্তার ডিফেন্সে চিড় ধরাতে ব্যর্থ হালান্ডরা। স্বাভাবাকিভাবেই ম্যাচ শেষে একরাশ হতাশা নিয়েই বাড়ির পথ ধরেন সিটি অনুরাগীরা।
এদিকে, এমবাপে দল ছাড়ার পর বুধবার ইউরোপ সেরার লড়াইয়ে নতুন করে পথ চলা শুরু করল পিএসজি। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে একেবারে শেষলগ্নে পাওলো গাজানিগার আত্মঘাতী গোলে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল প্যারিসের ক্লাবটি। ম্যাচে প্রতিপক্ষ গোল লক্ষ্য করে ২৬টি শট নেন পিএসজি অ্যাটাকাররা। তবে তা থেকে জাল কাঁপাতে ব্যর্থ ডেম্বেলে-আসেন্সিওরা। স্বাভাবিকভাবেই দলের খেলায় আরও উন্নতি চাইছেন কোচ লুইস এনরিকে। দিনের অপর ম্যাচে স্লোভান ব্রাতিস্লাভাকে ৫-১ ব্যবধানে দুরমুশ করল সেল্টিক।
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা