বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

পুরো বিদেশ সফরে থাকতে পারবেন না ক্রিকেটারদের স্ত্রীরা, কঠোর সিদ্ধান্তের পথে ভারতীয় বোর্ড?

কলকাতা, ১৪ জানুয়ারি: অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার কিছুতেই মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এর জেরেই কি এবার ক্রিকেটারদের উপর কোপ পড়তে চলেছে? সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে তেমনই ইঙ্গিত মিলেছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, বিদেশ সফর নিয়ে শীঘ্রই বিসিসিআই নয়া নিয়ম আনার কথা ভাবছে। রিপোর্টে বলা হয়েছে, আগামী দিনে বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যরা হয়তো পুরো সময়ের জন্য থাকতে পারবেন না। তাঁরা কতদিন থাকতে পারবেন তা সফরের সময়কাল অনুযায়ী নির্ধারণ করা হবে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবকটি ম্যাচেই মাঠে দেখা গিয়েছিল বিরাট কোহলির স্ত্রী এবং লোকেশ রাহুলের স্ত্রীকে। তবে এখানেই শেষ নয়, ক্রিকেটারদের এবার বাধ্যতামূলকভাবে একসঙ্গে দলের বাসে যাতায়াত করার নিয়মও চালু করা হতে পারে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি একাধিকবার কোহলিকে দলের বাসে না গিয়ে আলাদাভাবে যাতায়াত করতে দেখা গিয়েছিল। খেলোয়াড়দের সেই সিদ্ধান্তেও হস্তক্ষেপ করতে চাইছে বিসিসিআই। বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয় পরাজয়ের পরই কি একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত গ্রহণের পথে ভারতীয় বোর্ড? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে। তবে বিসিসিআইয়ের তরফে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা