বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ক্রিকেটারদের বাঁধা হচ্ছে শৃঙ্খলায়, কঠোর বোর্ড

মুম্বই: এক দশক পর হাতছাড়া বর্ডার-গাভাসকর ট্রফি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশও হয়েছে ভারত। গত কয়েক মাসে ক্রমাগত ব্যর্থতার নিরিখে এবার কঠোর হচ্ছে বোর্ড। কড়া নিয়মশৃঙ্খলায় বাঁধা হচ্ছে ক্রিকেটারদের। সফরে স্ত্রী ও পরিবারের সদস্যদের থাকার মেয়াদ কমানো হচ্ছে। টিমবাসে ক্রিকেটার ও কোচ ছাড়া অন্য কারও ওঠার উপরেও জারি হচ্ছে নিষেধাজ্ঞা। 
জানা গিয়েছে, ন্যূনতম ৪৫ দিনের সফর হলে স্ত্রী বা পরিবারের অন্য সদস্যরা সর্বাধিক দুই সপ্তাহ থাকতে পারবেন। সফরের মেয়াদ এর চেয়ে কম হলে বড়জোর এক সপ্তাহ। তবে সফরের মেয়াদ যদি দেড়মাসের বেশি হয়, তাহলেও অবশ্য থাকার মেয়াদ দু’সপ্তাহেই সীমাবদ্ধ। এর বেশি কিছুতেই থাকতে পারবেন না স্ত্রী এবং সন্তানরা। পরিষ্কার, খেলার সময় অন্যদিকে মন যায়, এমন কোনও কিছুর অনুমতি দিতে চাইছে না বোর্ড। 
অস্ট্রেলিয়া সফরে এক সিনিয়র কোচিং স্টাফের ব্যক্তিগত ম্যানেজার টিমবাসে উঠেছিলেন। তা নিয়ে দলের অন্দরমহলে হইচই হয়েছে। এক্ষেত্রেও কড়া হচ্ছে বোর্ড। বোর্ডের দুর্নীতি-দমন শাখা এই ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছে। ঠিক হয়েছে, কোচ বা ক্রিকেটারের ম্যানেজাররা উঠতে পারবেন না টিমবাসে। তবে সফর চলাকালীন ক্রিকেটারদেরও টিমবাসেই উঠতে হবে। অন্য কোনও পরিবহন ব্যবহার করতে পারবেন না তাঁরা। সাধারণত এটা মেনেই চলা হয় সফরে। তবে মাঝে মাঝে ব্যতিক্রমও ঘটে। কখনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ নিজেদের সুবিধামতো অন্যভাবে যাতায়াত করেন। কিন্তু ভবিষ্যতে তা আর করা যাবে না। 
অস্ট্রেলিয়া সফরে এক ক্রিকেটারের স্ত্রীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়েও চর্চা হয়েছে। নিজস্ব ইউটিউব চ্যানেলে দলের ট্র্যাভেলের কিছু মুহূর্তের ভিডিও দেন তিনি। সেই ফুটেজ নিয়ে রীতিমতো অসন্তুষ্ট বোর্ড। এমন করার ব্যাপারেও জারি হতে চলেছে নিষেধাজ্ঞা। খেলোয়াড়দের মালপত্রের ওজনও বেঁধে দেওয়া হবে। ১৫০ কেজির বেশি লাগেজ হলে অতিরিক্ত ব্যয়ভার বহন করতে হবে খেলোয়াড়দেরই। অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর ও নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরের উপস্থিতিতে বোর্ডের রিভিউ কমিটিতে এই সমস্ত বিষয়েই হয়েছে আলোচনা। বার্তা পরিষ্কার, ফোকাস যেন থাকে বাইশ গজেই।
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা